০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দর্শকের প্রিয় হয়ে উঠেছেন খায়রুল বাসার

দর্শকের প্রিয় হয়ে উঠেছেন খায়রুল বাসার -

একেবারেই ন্যাচারাল অ্যাক্টিং, চরিত্রানুযায়ী স্ক্রিনে সাবলীল উপস্থিতি এবং চমৎকার বাচনভঙ্গির জন্য খুব অল্প সময়েই ময়মনসিংহের ছেলে এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা খায়রুল বাসার দর্শকের মন জয় করে নিয়েছেন। সারা বাংলা ভাষাভাষী দর্শকের মধ্যে তিনি ঠিকই অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। যা সহজ কোনো বিষয় নয়। খায়রুল বাসারকে নিয়ে যারা নাটক প্রযোজনা ও নির্মাণ করতে চান, তারাও জানেন যে, গল্প এবং চরিত্রটি ভালো হওয়া ভীষণ জরুরি। ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা এই মেধাবী অভিনেতা নিজেই শুরু থেকে গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই। যে কারণে সাম্প্রতিক সময়ে একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া রুবেল হাসানের ‘দূরদেশ’, জুবায়ের ইবনে বকরের ‘খুনসুটি’, মারুফ হোসেন সজীবের ‘আমি এখানেই থাকব’, ওমর ফারুকের ‘চোখ যে মায়ের কথা বলে’ নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই নাটকগুলোর প্রত্যেকটি চরিত্রেই খায়রুল বাসার অনবদ্য অভিনয় করেছেন। খায়রুল বাসার জানান, এরই মধ্যে তিনি বেশ কয়েকজন পরিচালকের কাজ করেছেন, বেশ কয়েকজন পরিচালকের কাজ করবেন। যে কাজগুলো আগামী ঈদে কিংবা আগামী ভালোবাসা দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে। সেসব পরিচালকরা হচ্ছেন সাগর জাহান, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, আশিকুর রহমান, সাইফুল খান, সাজ্জাদ হোসাইন বাপ্পী, রাফাত মজুমদার রিংকু, পথিক সাধন, মুরসালিন শুভসহ আরো বেশ কয়েকজন পরিচালক। কারো কারো পরিচালনায় আবার তিনি দু’টি নাটকেও কাজ করবেন। খায়রুল বাসার এরই মধ্যে ব্র্যাকের একটি জনসচেতনতামূলক তথ্যচিত্রের কাজও করেছেন। ১২ পর্বের এই তথ্যচিত্রটিতে তার সাথে আরো আছেন মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল। এদিকে আজ খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সাথে আজকের দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় আজ তিনি শুটিং রাখেননি। আবার আগামীকাল থেকে টানান বেশ কয়েক দিন জামালপুরে একটি নাটকের শুটিংয়ে থাকবেন খায়রুল বাসার। দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে ওঠা, অভিনয়ে মগ্ন থাকা এবং জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘অভিনয় করতে ভীষণ ভালো লাগে আমার।


আরো সংবাদ



premium cement
জনতার তোপের মুখে গ্রেফতার, থানায় গিয়ে ছাড়া পেলেন মুন্নী সাহা জাতীয় ঐক্যের ডাক ৫০ বিশিষ্ট নাগরিকের ভারতীয় মিডিয়ার মিথ্যাচার স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক : পররাষ্ট্র উপদেষ্টা সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন রাষ্ট্রকে আহতদের দায়িত্ব নিতে হবে : ড. মঈন খান বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা ইসরাইলি আগ্রাসনে ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখে ২০ লাখ ফিলিস্তিনি যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায় না আইনজীবী সাইফুল হত্যা মামলায় ৪৬ আসামি ডিআরইউর নতুন সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল লোকসভা কমিটিতে বাংলাদেশ পরিস্থিতি আলোচনা হবে

সকল