২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১২০০ পর্বের রেকর্ড!

১২০০ পর্বের রেকর্ড! -

গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প বলার চ্যালেঞ্জ নিয়ে ঠিক চার বছর আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল ‘মাশরাফি জুনিয়র’। ২৮ নভেম্বর সেটি পূর্ণ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। যা বাংলা টিভি ধারাবাহিকের ইতিহাসে নতুন রেকর্ডও বটে। শুধু পর্ব সংখ্যা নয়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে প্রচারের কৃতিত্ব ধরে রেখেছে দেশের সবচেয়ে দীর্ঘতম এই নাটক।
নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো নিয়ে নস্টালজিয়ায় ভোগা দর্শক অবিশ্বাস্যভাবে শুরু থেকে এখন পর্যন্ত ‘মাশরাফি জুনিয়র’-এর সাথে আছেন। নির্মাতা সাজ্জাদ সুমন জানালেন, ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সাথে দর্শকের এই মধুর সম্পর্ক কি আরো দীর্ঘ হবে!
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছে বন্ধু আর ক্রিকেট, দুইটাই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, কিন্তু এখন সেই রুনাই মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় নারী ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাক্সক্ষা, তা আরো দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা এবং মণির সংগ্রামের মাধ্যমে। জুয়াড়িদের চক্রান্ত এবং বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি আবারও এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল-সবুজের জার্সি শেষ পর্যন্ত গায়ে জড়াতে পারবে কী না, এমন এক দ্বিধা নিয়ে দর্শকরা অপেক্ষা করছেন ১২০০তম পর্বের দিকে।
পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘১২০০ পর্ব প্রচার করতে যাচ্ছি আমরা। এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক! প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালকে টেনে আনা সহজ কাজ ছিল না। যেখানে বাংলাদেশে সফলভাবে ২০০ পর্ব করা ইত্যাদির মতো একটি চ্যালেঞ্জ ছিল, সেখানে ‘মাশরাফি জুনিয়র’ই প্রমাণ করলো যে, বড় ধারাবাহিক সম্ভব।’
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো: মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দিনের উত্থানে পুঁজিবাজার বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া প্রদর্শন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ ইউনিলিভার বাংলাদেশের সাসটেইনেবিলিটি ব্লু বুক প্রকাশ প্রাইম ব্যাংক ও এফএমওএর ডকুমেন্ট বিনিময় সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অথবা ২৫ জানুয়ারি

সকল