অভিনেতা থেকে নির্মাতা মহিন খান
- বিনোদন প্রতিবেদক
- ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের অন্যতম আলোচিত নাট্যপরিচালক চাঁদপুরের কচুয়ার সন্তান মহিন খান। কচুয়াতেই তার স্কুল ও কলেজ জীবন শেষ করে ঢাকার শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মহিন খান ‘নবনাট’ মঞ্চ দলের সাথে সম্পৃক্ত থেকে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘ভেলকি’ ও ‘সিরাজউদ্দৌলা’। তবে মহিন জানান, ভেলকির মঞ্চায়নেই তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছেন। মহিন ২০১৫ সাল থেকে গুণী অভিনেতা ও নির্মাতা শামীম জামানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একটা সময় আকাশ রঞ্জনের সঙ্গেও সহকারী পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ শুরু করেন। তবে তার সঙ্গে কাজ করার আগে মিডিয়াতে কাজ করা নিয়ে ভীষণ হতাশ ছিলেন মহিন। কিন্তু আকাশ রঞ্জনের ব্যাপক অনুপ্রেরণায় মহিন মিডিয়াতে কাজেই শতভাগ মনোযোগ দেন। ২০২২ সালের ২১ জানুয়ারি তিনি প্রথম একক নাটক ‘শেষ হয়েও হলো না শেষ’ নির্মাণ করেন। তার নির্মিত প্রথম আলোচিত নাটক ছিল ‘এক্স যখন শালী’। এরপর মহিন অভিনীত যেসব নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে সেগুলো হচ্ছে ‘মামার বাড়ি’,‘ তালাক’,‘ কাবিন’, ‘কপাল’,‘ শ^শুরবাড়ি নোয়াখালী’,‘শ^শুরবাড়িতে ঈদ’,‘ সংসার আমার ভাল্লাগেনা’,‘ ভাইয়ের ঋণ’,‘আঘাত’,‘মায়ের টান’,‘আমরা গরীব’,‘ লাভ ইউ ম্যাম’, ‘কিস্তির স্যার’ ইত্যাদি। এর মধ্যে মহিনের নির্মিত ‘মামার বাড়ি’,‘শ^শুরবাড়িতে ঈদ’ ও ‘সংসার আমার ভাল্লাগেনা’ নাটক তিনটির প্রত্যেকটির ভিউ চার কোটিরও বেশি। এরই মধ্যে মহিন নির্দেশিত ‘জামাই শ^শুরের লড়াই’ নাটকটিও প্রকাশ পেয়েছে। এই নাটকটিও দ্রুত সময়ের মধ্যে ৫০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এ দিকে আজ মহিনের জন্মদিন। তার স্ত্রী সাবিহা, সন্তান মানহা’কে সঙ্গে নিয়েই দিনটি নিজের মতো করেই উদযাপন করবেন। মহিনের বাবা জয়নাল আবেদীন, মা তাসলিমা বেগম। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় তিনি। নিজের স্বপ্ন ও কাজ প্রসঙ্গে মহিন বলেন,‘ আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের কাজ এবং বর্তমান ব্যস্ততা, অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট। একটা সময় সত্যিই আমি হতাশ ছিলাম। কিন্তু আকাশ রঞ্জন দাদা আমাকে সাহস দেয়ায় আমি কাজে মনোযোগী হয়ে উঠি। এরপর নিজেই পরিচালনায় মনোযোগ দেই। আমার প্রতিটি নাটকে দর্শকের যে সাড়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি- তাতে দর্শকের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামীতে অবশ্যই সময়োপযোগী ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখি।’ মহিন প্রসঙ্গে অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘মহিন ভীষণ পরিশ্রমী এবং নিজের কাজের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ^াসী। তার জন্মদিনে শুভেচ্ছা।’ অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘মহিন খানের সেন্স অব হিউমার আমার সবসময় ভীষণ পছন্দের। মহিন ভাই দর্শককে হাসাতে হাসাতে তাদের আবেগের সাথে কানেক্ট করাতে পারেন, এটা অনেক কঠিন বিষয়। শুভ জন্মদিন মনি ভাই।’ অভিনেত্রী হিমি বলেন, ‘ভীষণ ক্রিয়েটিভ একজন নির্মাতা। আর মানুষের সাধারণ জীবনের গল্পই দর্শকের সামনে তুলে ধরেন। জন্মদিনে তার জন্য শুভ কামনা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা