২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিতুলের নাটকে নিলয়-বৃষ্টি

-

বাংলাদেশের নাট্যাঙ্গনের গুণী দুই নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও রুবেল হাসানের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই প্রজন্মের আরেক তরুণ মেধাবী নাট্যনির্মাতা মিতুল খান। পরবর্তীতে নিজেই পরিচালক হিসেবে নাম লেখান। মিতুল খান পরিচালিত বেশ কিছু নাটক রয়েছে যা দর্শকের কাছে সমাদৃত হয়েছে। মিতুল খান এর আগে প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা নিলয় আলমগীর ও প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে ‘প্রেম সমাচার’ নামক একটি নাটক নির্মাণ করেছিলেন। এবার তাদের নিয়ে মিতুল খান ‘মরতে মরতে বেঁচে গেলাম’ শিরোনামের আরো একটি নাটক নির্মাণ করেছেন। এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল। গল্প, চিত্রনাট্য পরিচালক মিতুল খানের। নাটকে নিলয় অভিনয় করেছেন আলিফ চরিত্রে ও তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন রিয়া চরিত্রে। নাটকটি গেল ২৩ নভেম্বর ইউটিউবে প্রকাশের পর ২০ লাখেরও বেশি ভিউয়ার্স এটি উপভোগ করেছেন। নাটকটির ভিন্ন ধরনের গল্প এবং বিশেষত নিলয়, বৃষ্টি ও চিত্রলেখা গুহ’র অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘মিতুলের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। মিতুলের সেন্স অব হিউমার খুউব ভালো। তার নাটকের সংলাপে অতিরিক্ত কোনো সংলাপ বলার সুযোগ থাকে না। তার নিজের নির্দেশনা বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী। যে কারণে তার কাজগুলো খুব ভালো হয়। যেমনটা এই নাটকটি। আর বৃষ্টির সঙ্গে তো আমার প্রতিনিয়তই নানান ধরনের গল্পের নাটকে কাজ করা হয়। একজন অভিনেত্রী হিসেবে বৃষ্টি অসাধারণ একজন। তার সঙ্গে অনেক ভালো ভালো গল্পের নাটক আছে যা দর্শকের ভালোবাসায় আলোচনায় এসেছে।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘মিতুল তার কাজের ব্যাপারে ভীষণ যত্নশীল। মিতুল জানে সে কী চায়। যে কারণে তার কাজও খুব ভালো হয়। আর নাটকে আমার অন্যতম একজন সহশিল্পী নিলয় আলমগীর। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা যেমন চমৎকার।’

 


আরো সংবাদ



premium cement
আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই : রিজভী পাকিস্তানে ৬০ বেসামরিক নাগরিককে কারাদণ্ড দিলো সামরিক আদালত গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া : সেলিম উদ্দিন এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের

সকল