২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন গান নিয়ে লিজা

-

প্রজন্মের অন্যতম আলোচিত গায়িকা সানিয়া সুলতানা লিজা বেশ কিছু দিন বিরতির পর আবারো একটু একটু করে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠছেন। তবে অনেক দিন নতুন কোনো মৌলিক গান প্রকাশ হচ্ছিল না তার। হোক সেটা লিজার নিজের চ্যানেলে কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে। এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হলো। গানের শিরোনাম ‘খুব প্রিয় আমার’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রেজওয়ান শেখ। স্টুডিও ভার্সনে গানটির মিউজিক ভিডিও করেছেন মো. এখলাস। গানটি ২৩ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটির প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালোলেগেছে। শ্রোতা দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর প্রথম দুটি লাইন হচ্ছে-খুউব প্রিয় আমার ওই দু চোখ তোমার, ওই চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়ে- গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকেই আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম। ভীষণ ভালোলাগত আমার গানের কথা ও সুর। ধন্যবাদ গীতিকার শেখ নজরুল ভাই’সহ গানটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি। গানের বাণী ও সুরের সমন্বয়ে একটা অন্যরকম গান হয়েছে। আমার কাছেতো আমার গান ভালোলাগবে এটাই স্বাভাবিক। তবে সফট মেলোডি ঘরানার গান যার ভালোবাসেন, শুনতে আগ্রহী যারা তাদের জন্য এই গানটি একদম পারফেক্ট একটি গান। এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন, গানটিকে ঘিরে তাদের ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে কী আমি আগামীতে এমন কিছু গান আরো করে যেতে চাই যে গানগুলোই হয়তো শ্রোতা দর্শকের মাঝে আমাকে বাঁচিয়ে রাখবে। জীবনে তো আসলে গান ছাড়া আর অন্যকিছু নিয়ে ভাবার অবকাশ নেই। গানইতো জীবনজুড়ে।

 

 

 


আরো সংবাদ



premium cement