পরীমনির ক্ষোভ
- বিনোদন প্রতিবেদক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
‘লাইক-কমেন্টের আশায় মৃত মানুষকেও ছাড়ছি না’
সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, ‘নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত’। ২২ নভেম্বর ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন ইসমাইল হোসেন, যিনি পরীমনির খালাতো ভাই। খবরটি দ্রুতই ছড়িয়ে পড়লে, পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘লাইক-কমেন্টের জন্য মৃত মানুষের নামেও এভাবে সংবাদ ছড়ানো উচিত নয়। আমরা কি মানবিক মূল্যবোধের মানুষ হতে পারি না?’ পরীমনি অভিযোগ করেন, মৃত্যুর পর একজন মানুষের প্রতি সম্মান দেখানোর পরিবর্তে শুধু ভিউয়ের জন্য তার পরিচিতিকে নিয়ে এভাবে আলোচনা করা অত্যন্ত কষ্টদায়ক। এদিকে, পরীমনি তার ফেসবুক পোস্টে জানান, তিনি সন্তানসহ ঢাকা ছেড়ে পিরোজপুরে তার গ্রামের বাড়ি গেছেন। সেখানে তিনি নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গেছেন। এই সময়েই তিনি শোনেন, তার খালাতো ভাই ইসমাইল হোসেনের মৃত্যুর খবর। এ ঘটনার পর পরীমনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি মেনে নিতে পারছি না, এটা সত্যিই কষ্টদায়ক।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা