২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টোকিও অপেরা সিটিতে সৌদি অর্কেস্ট্রা

-

সৌদি ন্যাশনাল অর্কেস্ট্রা ও কোরি তাদের আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে ‘মার্ভেলস অব সৌদি অর্কেস্ট্রা’ শোটি ২২ নভেম্বর টোকিও অপেরা সিটিতে পরিবেশন করেছে। এই ঐতিহাসিক পরিবেশনায় সৌদি আরব ও জাপানের সঙ্গীত ঐতিহ্য একত্রিত হয়ে সৃষ্টি করেছে একটি অসাধারণ সাংস্কৃতিক সেতু। সৌদি অর্কেস্ট্রা, জাপানের গাগাকু অর্কেস্ট্রা এবং টোকিও কলেজ অব মিউজিকের অর্কেস্ট্রা একসঙ্গে মঞ্চে উঠে দুটি দেশের সঙ্গীতের বৈচিত্র্য প্রদর্শন করেছে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা জাপানি গিটারিস্ট হোটেই। এটি ছিল সৌদি আরবের সঙ্গীতের বৈশ্বিক স্তরে পরিচিতি লাভের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্যারিস, মেক্সিকো সিটি, নিউইয়র্ক এবং লন্ডনে সফলভাবে প্রদর্শিত হওয়ার পর, ‘মার্ভেলস অব সৌদি অর্কেস্ট্রা’ এবার টোকিওর মতো একটি সাংস্কৃতিক মহানগরে উপস্থিতি নিয়ে সৌদি সংস্কৃতির বিশ্বব্যাপী প্রসারের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সৌদি অর্কেস্ট্রা ও কোরির এই বিশ্ব সফরের ধারণাটি এসেছিল সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বাদর বিন আব্দুল্লাহ বিন ফারহান এর কাছ থেকে। পল প্যাসিফিকো, সৌদি মিউজিক কমিশনের সিইও জানান, এই সফরের দু’টি প্রধান উদ্দেশ্য রয়েছে : প্রথমত, সৌদি সংস্কৃতিকে বিশ্বব্যাপী পরিচিত করা, কারণ অনেকেই সৌদি সঙ্গীতের সঙ্গে পরিচিত নন এবং দ্বিতীয়ত, সৌদি সঙ্গীতকে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক মঞ্চে স্থান করে দেওয়া। টোকিওর কনসার্টে সৌদি মাইস্ট্রো রামি বাসিহ ও জাপানি মাইস্ট্রো হিরোফুমি যোশিদার নেতৃত্বে সৌদি ও জাপানি সঙ্গীতের ঐতিহ্য একত্রিত হয়ে দর্শকদের উপহার দেয় একটি অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। যোশিদা, যিনি ২০১৭ সালে সৌদি আরবে প্রথম পূর্ণাঙ্গ জাপানি অর্কেস্ট্রার পরিবেশনা পরিচালনা করেছিলেন, আশা প্রকাশ করেন যে এই অনুষ্ঠান টোকিওর দর্শকদের মধ্যে দুই দেশের সঙ্গীত সংস্কৃতির প্রতি নতুন এক সমঝোতা এবং শ্রদ্ধা তৈরি করবে। অনুষ্ঠানটির এক বৈশিষ্ট্য ছিল দুই অর্কেস্ট্রার অনলাইন মহড়া। যোশিদা জানান, দূরত্বের কারণে তারা অনলাইনে একে অপরের সঙ্গে সঙ্গীত নিয়ে ধারণা শেয়ার করেছেন এবং সীমিত সময়ের মধ্যে প্রস্তুতিসম্পন্ন করতে অনেক প্রচেষ্টা চালিয়েছেন। সঙ্গীতের প্রতি তাদের একতাবদ্ধ ভালোবাসা এবং উদ্দীপনা এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করেছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল