২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্পাইক লি রেড সি চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান

স্পাইক লি রেড সি চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান -

এ বছর রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ রেড সি : ফিচার্স কমপিটিশন’ জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী পরিচালক স্পাইক লি। যিনি ‘মালকম এক্স’ এবং ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’-এর মতো সিনেমার জন্য বিশ্বজুড়ে পরিচিত।
এই উৎসবের চতুর্থ সংস্করণটি আগামী ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের জেদ্দার পুরোনো শহর আল বালদে অনুষ্ঠিত হবে। রেড সি : ফিচার্স কমপিটিশনে আরব, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র নির্মাতাদের সেরা কাজ প্রদর্শিত হবে। সেরা ১৬টি চলচ্চিত্র থেকে বিজয়ীরা লি এবং তার সহ-জুরি সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে ইউসর পুরস্কার অর্জন করবেন। ২০২৩ সালে, সেরা ফিচার ফিল্মের জন্য গোল্ডেন ইউসর পুরস্কার লাভ করেছিল ‘ইন ফ্লেমস’ (নির্মাতা : জারার খান)।
স্পাইক লি উৎসবের ‘ইন কনভারসেশন’ পর্বেও অংশগ্রহণ করবেন, যেখানে বিশ্বখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরা তাদের কাজ, সৃজনশীলতা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন। রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জোমানা আল রাশিদ বলেছেন, ‘আমরা গর্বিত যে স্পাইক লি এ বছর আমাদের জুরি প্রধান হিসেবে উপস্থিত হচ্ছেন। তিনি এমন একজন পথপ্রদর্শক পরিচালক, যিনি চলচ্চিত্র শিল্পে গভীর প্রভাব ফেলেছেন। তার শক্তিশালী নেতৃত্ব এবং নতুন কণ্ঠস্বরদের উদ্দীপনা তৈরি করার ক্ষমতা তাকে আমাদের জন্য আদর্শ জুরি প্রধান করে তোলে।’ স্পাইক লি নিজে বলেছেন : ‘২০২২ সালে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মাধ্যমে আমি এই অসাধারণ চলচ্চিত্র পরিবেশ এবং সৃজনশীলতার অভিজ্ঞতা লাভ করেছি।


আরো সংবাদ



premium cement
সুনামগঞ্জে বোরো ধান আবাদে দুশ্চিন্তায় কৃষক চকরিয়া-কক্সবাজার মহাসড়কে হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি আড়াই বছরেও শুরু হয়নি কার্যক্রম, চাহিদার অর্ধেক পানিও পাচ্ছে না নগরবাসী ঝুঁকি নিয়ে কক্সবাজারে ছুটছে ট্রেন লোহাগড়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঢেঁকির ছন্দময় শব্দ আর শোনা যায় না গ্রামবাংলায় সৌদি আরবে বন্দিদশা থেকে বাড়ি ফিরলেন সিলেটের ৩ ভাই পাইকগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প গোয়াইনঘাটে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে জামালপুর শিক্ষা প্রশাসনের বান্দরবানের লামায় দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ১৬টি বসতবাড়ি

সকল