২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনয়ে ডা: সাবরিনা...

অভিনয়ে ডা: সাবরিনা... -

আজ থেকে ১৫ বছর আগে শখের বশে বাংলাদেশের জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সাথে একটি নাটকে অভিনয় করেছিলেন ডাক্তার সাবরিনা। এরপর পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময়ে কেটেছিল বিধায় অভিনয় করার ইচ্ছে থাকলেও আর করা হয়ে উঠেনি। দীর্ঘ ১৫ বছর পর ডাক্তার সাবরিনা আবারো অভিনয় করলেন। নাটকের নাম ‘অভিমানে তুমি’। নাটকটির গল্পের কেন্দ্রীয় দু’টি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। ডাক্তার সাবিরনা বলেন, ‘আমি যেকোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। যে কাজই করি না কেন, আমি শতভাগ মনোযোগ দিয়ে করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন। তবে এটি সত্যি, আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সত্যি বলতে কী, অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। আর আমার যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটি ভালোলাগা ছিল। তাই অনেক দেরিতে হলেও আবারো চ্যালেঞ্জিং এই জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা। নাটকে আমার চরিত্রের নাম লিলি। আশা করছি লিলিতে মুগ্ধ হবেন দর্শক।’ সাবরিনা জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। সাবরিনার পুরো নাম ডা: সাবরিনা হুসেন মিষ্টি।


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল