২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জমে উঠেছে ‘জামাই-শ্বশুরের লড়াই’

জমে উঠেছে ‘জামাই-শ্বশুরের লড়াই’ -

কিছু দিন আগেই আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি গুণী অভিনেতা তারিক আনাম খান ও এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, অভিনেত্রী হিমি অভিনীত নাটক ‘প্রিয় শ্বশুর আব্বা’ নাটকটি। অনামিকা মণ্ডল রচিত ও শাহনেওয়াজ সজীব পরিচালিত এই নাটকটি প্রকাশের পর দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার সময়ের আলোচিত নাট্য পরিচালক মোহিন খান নির্মাণ করেছেন ‘জামাই-শ্বশুরের লড়াই’ শিরোনামের একটি নাটক। নাটকটি রচনাও করেছেন মোহিন খান। যথারীতি এই নাটকে শ্বশুরের ভূমিকায় আছেন তারিক আনাম খান, জামাইয়ের ভূমিকায় আছেন নিলয় আলমগীর, নিলয়ের স্ত্রীর ভূমিকায় আছেন হিমি। আর দুই মায়ের ভূমিকায় আছেন সাবেরী আলম ও চিত্রলেখা গুহ। গত ১৮ নভেম্বর নাটকটি নিলয়ের ইউটিউব চ্যানেল ‘নাফ’-এ প্রকাশের পর কয়েক দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে এ-এ চলে এসেছে। এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন ২১ লক্ষাধিক ভিউয়ার্স। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘প্রিয় শ্বশুর আব্বা নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছিলাম।
পরবর্তীতে প্রকাশ পেলো জামাই-শ্বশুরের লড়াই। শ্বশুর যেন দর্শকের মধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে। খুব সাধারণ গল্পের মধ্য দিয়েই কমেডিকে তুলে ধরার চেষ্টা এই নাটকে। বলা যেতে পারে, এগুলো ট্রেন্ডি নাটক। এই দু’টি নাটকে অভিনয়ের পর আমি যেখানে গিয়েছি বিশেষত শপিংমলে, আমাকে দেখে খুব আগ্রহ নিয়ে এসব নাটকের প্রতি তাদের ভালোলাগার কথা বলতে আসে।


আরো সংবাদ



premium cement