জন্মদিনে স্বপ্নীল সজীবের বার্তা
- বিনোদন প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বপ্নীল সজীব, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী। রবীন্দ্র সঙ্গীত গেয়েই তিনি দেশে-বিদেশে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি তিনি স্টেজ শোতে ফোক গান, আধুনিক গানও পরিবেশন করেন। এই মুহূর্তে স্বপ্নীল সজীব আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি ব্যক্তিগত কাজেই আছেন। তবে এরই মধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেছেন সম্প্রতি অনুষ্ঠিত লালন উৎসবে। এ ছাড়াও আরো অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। সম্প্রতি এই শিল্পী নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট লাভ করেন। এর আগেও আন্তর্জাতিক বেশ কয়েকটি সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এদিকে আজ স্বপ্নীল সজীবের জন্মদিন। জন্মদিনে কথা প্রসঙ্গে তিনি জানালেন, আগামী বছর বেশ কিছু নতুন নতুন গান করার পরিকল্পনা এরই মধ্যে করেছেন তিনি। সাধারণত তিনি কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্ত্তীর সাথেই দ্বৈত গান বেশি করেন। তবে এবার শুধু ইমন চক্রবর্ত্তী নয়, বাংলাদেশের শিল্পীদের সাথেও দ্বৈত গান করার পরিকল্পনা করেছেন তিনি। শুধু রবীন্দ্র সঙ্গীত নয়, আধুনিক গান, ফোক গান করারও পরিকল্পনা আছে তার। স্বপ্নীল সজীব জানান, আগামী বছর জানুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ব্যক্তিগত কাজেই সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে সেখানেও সময় দিচ্ছেন তিনি। একজন উপস্থাপক হিসেবেও স্বপ্নীল সজীব বেশি জনপ্রিয়। এক্সক্লুসিভ কিছু অনুষ্ঠানেরও উপস্থাপনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্নীল সজীব গান করেন এবং শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তার প্রথম স্টেজ পারফরম্যান্স ছিল পাঁচ বছর বয়েসে, তারই খালা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী লুৎফুন্নাহার লতার সাথে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা