মঞ্চ ও টিভি নাটকের প্রিয় মুখ সবুজ
- বিনোদন প্রতিবেদক
- ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
শহীদুল্লাহ সবুজ, এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেতা। ক’দিন আগেই একটি নাটকের শুটিং-এ দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম শহীদুল্লাহ সবুজকে নিয়ে কথা প্রসঙ্গে বলছিলেন, ‘সবুজ তো ভালো পারফর্মার।’ সত্যিই তাই, শহীদুল্লাহ সবুজ একজন ভালো অভিনেতা, ভার্সেটাইল অভিনেতা হয়ে উঠছেন তিনি। ছোটবেলায় ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ নানান কিছু হবার স্বপ্ন ছিল তার। একটা সময় যখন বুঝতে পারলেন নাটকে অভিনয় করলে সব ধরনের চরিত্রেই অভিনয় করা যাবে, তখন নাটকে অভিনয়ের নেশাই পেয়ে বসে তাকে। ২০০৬ সালে তিনি ‘বঙ্গরঙ্গ নাট্যদল’র সাথে যুক্ত হয়ে মঞ্চে তিনি অভিনয় করেন ‘কবর’ ও ‘রসাধার সুধাধারের রাজ্য’ নাটকে। এরপর তিনি ২০১০ সালে ‘নাট্যকেন্দ্র’র সাথে যুক্ত হলেন। এই দলের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেন ‘ডালিম কুমার’, ‘দুই যে ছিল এক চাকর’,‘বন্ধুক যুদ্ধ’, ‘গাধার হাট’ নাটকে। বর্তমানে মঞ্চে তার অভিনীত চলমান নাটক ‘পুণ্যাহ’। সবুজের যতোদূর মনেপড়ে মুরাদ পারভেজ’র পরিচালনায় তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘মানবজমিন’। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে মারুফ মিঠুর ‘সেইরকম ঝালখোর’, আজাদ কালামের ‘দানব’, রায়হান খানের ‘বৃহস্পতি তুঙ্গে’, ইমরাউল রাফাতের ‘ঈদ মোবারক’, শামীম জামানের ‘চাটাম ঘর’, অরণ্য আনোয়ারের ‘ফুল ইএচডি’ ইত্যাদি। আবু হায়াত মাহমুদের ‘কোটিপতি’ নাটকে তিনি ছিলেন প্রধান অভিনেতা। এই নাটকে অনবদ্য অভিনয়ের কারণে পরবর্তীতে পরিচালক আদিবাসী মিজান, রাজু খান, ইমরাউল রাফাতসহ আরো বেশ কয়েকজন পরিচালক তাকে নিয়ে একক নাটক নির্মাণ করেন। এই মুহূর্তে তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক হচ্ছে সাজিন আহমেদ বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ’, ইমরাউল রাফাতের ‘অদ্ভুত পরিবার’, শামস করিমের ‘বাওকুমটা বাতাস’। প্রচারের অপেক্ষায় আছে আবু হায়াত মাহমুদের ‘জেন জেড’ ও কচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’। সবুজ রচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সরি’ একজন নাট্যকার হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ( ২০২১ সালের নেক্সজেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল, ভারত) এনে দিয়েছে। সবুজ বলেন,‘ ছোটবেলায় অনেক কিছু হবারই স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন এখন নাটকে অভিনয় করেই পূরণ হচ্ছে। নাটকে বহু ধরনের চরিত্রে অভিনয় করা যায়। এটা এক ধরনের আত্মতৃপ্তি। অভিনয় করতেই ভীষণ ভালোবাসি। তাই আমৃত্যু অভিনয়ই করে যেতে চাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা