১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চলে গেলেন পথের পাঁচালীর কালজয়ী দুর্গা

-

বাংলা চলচ্চিত্রের অমর সৃষ্টি পথের পাঁচালী এবং তার চরিত্র দুর্গার অভিনয়ের জন্য সবার মনে চিরকাল অমর হয়ে থাকবেন উমা দাশগুপ্ত। সত্যজিৎ রায়ের এই ক্লাসিক চলচ্চিত্রে অপু এবং দুর্গার ছোটবেলার জীবনের এক টুকরো কাহিনী আজও বাঙালির হৃদয়ে জেগে থাকে। বহু বছর লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, উমার অভিনয় আজও অনেকের স্মৃতিতে জীবন্ত।
অভিনেত্রী উমা দাশগুপ্তর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। এক সময় তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (১৮ নভেম্বর) সকালে তার জীবনাবসান ঘটে।
চিরঞ্জিৎ চক্রবর্তীকে অভিনেত্রীর কন্যাই দুঃসংবাদটি দিয়েছিলেন, এমনটিও জানা গেছে। চলতি বছরেও উমা দাশগুপ্তের মৃত্যুর খবর ছড়িয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছিল। তবে পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করে না ফেরার দেশে চলে গেলেন উমা।

উমা দাশগুপ্ত মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে তিনি ‘অপু’র দিদি দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন। কিশোরী বয়সের সেই চরিত্রটি পর্দায় প্রাণবন্ত করে তুলেছিলেন উমা, এবং সেই অভিনয় আজও দর্শকদের মনে অমর। ছবিটির পর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি।
পেশাগত জীবনে উমা ছিলেন একজন শিক্ষক। তবে শৈশব থেকেই থিয়েটারে তার দারুণ আগ্রহ ছিল। যে স্কুলে তিনি পড়তেন, সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল, আর সেই সূত্রেই রায় মাণিকবাবু উমাকে পথের পাঁচালী ছবির দুর্গা চরিত্রে অভিষেকের সুযোগ দেন। যদিও উমার বাবা প্রথমে মেয়ে সিনেমার দুনিয়ায় আসুক, তা চাইতেন না, তবে পরিচালক শেষমেশ তাঁর পরিবারকে রাজি করাতে সফল হন।
রূপালি পর্দায় দুর্গার মৃত্যু কেবল অপু নয়, গোটা দর্শক মহলকেই মর্মাহত করে। আজ উমার প্রয়াণে সেই কান্না আবারও জীবন্ত হয়ে উঠেছে, এবং সিনেমাপ্রেমীরা এক অবিস্মরণীয় অভিনেত্রীকে হারালো।


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহ্বান বিএনপির মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর

সকল