১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুনা লায়লার জন্মদিন : আনন্দকে বাড়িয়ে দিলেন তারা

রুনা লায়লার জন্মদিন : আনন্দকে বাড়িয়ে দিলেন তারা -

গতকাল ছিল উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরস্রষ্টা রুনা লায়লার জন্মদিন। জন্মদিন উপলক্ষে বিগত বেশ কয়েকবছর ধরেই চ্যানেল আই বিশেষ আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারো চ্যানেল আইয়ের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমার সার্বিক তত্ত্বাবধানে ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হন রুনা লায়লা। দুপুর ১২টায় সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রুনা লায়লা। তার জন্মদিনের আনন্দকে বাড়িয়ে দিতে এই অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, রবি চৌধুরী, সুরকার সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু ও মানাম আহমেদ। এর আগের বছর সঙ্গীতাঙ্গনের জুনিয়র শিল্পীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। তবে এবার সিনিয়র শিল্পীদের অংশগ্রহণে যেন এবারের পর্বটি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল। রুনা লায়লার জীবনী তুলে ধরার পাশাপাশি তার বিভিন্ন বিখ্যাত গানও অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে প্রচারিত হয়। সেসব গানকে ঘিরে স্মৃতি কথাও তুলে ধরেন রুনা লায়লা। রুনা লায়লা বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অনন্যা রুমা’সহ এই চ্যানেল সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার জন্মদিনের আনন্দকে আরো বাড়িয়ে দিতে। কেন যেন অনেক দিন পর এমন আয়োজনে প্রাণ খূলে আড্ডা দিলাম। আসলে আমাদেরতো দেখাই হয় খুব কম।

একে অপররের সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগল। দিনব্যাপী দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছি তাতে সত্যিই আমি বিস্মিত। মানুষ আমাকে এভাবে ভালোবাসেন, এভাবে শ্রদ্ধা করেন, মনে রাখেন এটাই আসলে জীবনের অনেক বড় প্রাপ্তি। সবার এই ভালোবাসার মাঝে, দোয়ার মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’ এদিকে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের অনেক সঙ্গীতশিল্পী রুনা লায়লার গান কাভার করে তাকে শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন দিনাত জাহান মুন্নী, দিলশাদ নাহার কণা, অনুপমা মুক্তি, লিজা, লুইপা, ঝিলিক, সাব্বির জামান, ইউসুফ, কিশোর দাস, রাশেদ, ইয়াসমিন লাবন্য, মৌমিতা বড়ুয়া, নাফিস, লোপা হোসেইনসহ আরো অনেকে। এভাবে গানে গানে রুনা লায়লাকে ফেসবুকে শুভেচ্ছা জানানো এবারই প্রথম। বিষয়টি রুনা লায়লাকে ভীষণ মুগ্ধ করেছে। আবার রুনা লায়লা জানান তিনি তার নামে জন্মদিন থেকেই একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ‘রুনা লায়লা’।

 


আরো সংবাদ



premium cement