রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে আজ গাইবেন মুক্তি
- বিনোদন প্রতিবেদক
- ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন নন্দিত সঙ্গীতশিল্পী অনপুমা মুক্তি। তার কণ্ঠে শ্রোতা দর্শক নানান সময়ে বাংলাদেশ ও ভারতের পুরোনো দিনের বাংলা গান শুনে মুগ্ধ হয়েছেন। তার নিজের প্রকাশিত মৌলিক গান দিয়েও তিনি শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। তার কণ্ঠে সবচেয়ে আলোচিত গান হলো কোহিনুর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন’ গানটি। অবশ্য এরপরও তিনি সিনেমাতে গান গেয়েছেন, আধুনিক গানও গেয়েছেন। কিন্তু সেই গাননটিকে ছাপিয়ে যেতে পারেনি আর কোনো গান। অনুপমা মুক্তি ঢাকাসহ ঢাকার বাইরে বহু জায়গায় গান গেয়েছেন দীর্ঘ সঙ্গীত জীবনে। দেশের বাইরেও স্টেজ শোতে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার গানও গাইতে তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। আজ রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আইয়ের প্রতিদিনের সকালের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন অনুপমা মুক্তি। অনুষ্ঠানটির প্রচার শুরু হবে সকাল সাড়ে ৭টায়। উপস্থাপনায় থাকবেন ইরা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মুক্তি। মুক্তি বলেন, ‘রুনা লায়লা আপা আমাদের প্রাণের মানুষ, গানের এমনই একজন মহান শিল্পী যে শিল্পীর কারণে বিশে^র কাছে আমরা গর্ব করে বলতে পারি যে, আমাদের একজন রুনা লায়লা আছেন। আমার ভীষণ ভীষণ প্রিয় শিল্পী তিনি। তার সাথে বেশ কয়েকবার কয়েকটি অনুষ্ঠানে আমার দেখা হয়েছে। যতবারই দেখা হয়েছে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। এমন একজন মহান শিল্পীর আশীর্বাদ পাওয়াটাও পরম সৌভাগ্যের বিষয়। চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে এমন একটি সুযোগ দেয়ার জন্য, তাও আবার আপার জন্মদিনে তার গাওয়া কিছু জনপ্রিয় গান গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। আমি চেষ্টা করব ভালোভাবে গাইতে। ভুল ত্রুটি যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন সবাই। আর শুভ জন্মদিন রুনা আপা, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি সবসময়।’ মুক্তি জানান, তিনি ‘হাতেরই কাঁকন’, ‘আমি নদীর মতো কত পথ ঘুরে’, ‘আমি ভালোবাসি যারে’, ‘মন চায় প্রতিদিন’, ‘শেষ করো না’, ‘চঞ্চলা হাওয়ারে’ গানগুলো পরিবেশন করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা