০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

‘ভয়েস ফর চেঞ্জ’ সিলভার পুরস্কার জিতলেন বাহরাইন শিরিন আহমেদ

‘ভয়েস ফর চেঞ্জ’ সিলভার পুরস্কার জিতলেন বাহরাইন শিরিন আহমেদ -

মিস ইউনিভার্স বাহরাইন শিরিন আহমেদ, মেক্সিকোতে ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ‘ভয়েস ফর চেঞ্জ’ পুরস্কারের সিলভার অ্যাওয়ার্ড জিতেছেন। এই ঘোষণা বৃহস্পতিবার করা হয় এবং শিরিন তার ইনস্টাগ্রামে বলেন, ‘এটি আমি সব পরিশ্রমী একক মায়েদের জন্য উৎসর্গ করছি।’ তার এই বার্তা থেকে স্পষ্ট, তিনি তার জয়কে একক মায়েদের সংগ্রাম এবং সফলতার প্রতি একটি শ্রদ্ধা হিসেবে তুলে ধরেছেন।
এই সম্মানজনক পুরস্কারটি ভয়েস ফর চেঞ্জ প্রতিযোগিতার অংশ হিসেবে দেয়া হয়, যেখানে বিশ্বব্যাপী ১২৬ জন প্রতিযোগী তাদের বিভিন্ন প্রস্তাবিত উদ্যোগ ও সামাজিক দায়িত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কিভাবে কাজ করছেন তা তুলে ধরেন। শিরিন আহমেদসহ আরো ছয়জন প্রতিযোগী এই সিলভার পুরস্কার অর্জন করেন। তাদের মধ্যে ছিলেন- আন্ডুক ইমান (আরুবা), সারান বাহ (গিনি), অপাল সুচাতা চুয়াংসরি (থাইল্যান্ড), ম্যাটিল্ডা উইরটাভৌরি (ফিনল্যান্ড), স্নিত তেওলদেমেধিন (ইরিত্রিয়া), রেগান রুটি (কেম্যান দ্বীপ)।
এই বছর ভয়েস ফর চেঞ্জ প্রতিযোগিতায় তিনটি গোল্ড পুরস্কারও দেয়া হয়েছে। এই পুরস্কারের মর্যাদায় ভূষিত হয়েছেন- বলিভিয়ার জুলিয়ানা ব্যারিয়েন্টোস, গুয়াতেমালার আনা গ্যাব্রিয়েলা ভিল্লানুয়েভা, কম্বোডিয়ার ডেভিন প্রাসাথ।
এছাড়া প্রতিযোগিতার আগে, মিস ইউনিভার্স বাহরাইন শিরিন আহমেদ তার জাতীয় পোশাক পরিধান করেছিলেন, যা ছিল একটি সুবর্ণ সজ্জিত সবুজ গাউন। এই গাউনের সাথে ছিল সোনালি শোল্ডার কেপ এবং একটি বিশাল সোনালি মশাল, যা তার সৌন্দর্য এবং বাহরাইনের সংস্কৃতির প্রতিনিধিত্ব করছিল।
এছাড়াও এবারের প্রতিযোগিতায় আরো দু’টি আরব দেশ প্রতিনিধিত্ব করছে। মিস মিসর লোগিনা সালাহ, যিনি ক্লিওপেট্রার পোশাক পরিধান করেছিলেন, সেই পোশাকটি ছিল নীল, সোনালি ও ব্রোঞ্জের মিশ্রণে, যার কাঁধে বিশাল একটি পাখির ডানা ছিল। মিস লেবানন নাদা কুসা একটি গাঢ়ো বেগুনি পোশাক পরিধান করেছিলেন, যার সাথে ছিল সিলভার সূচিকর্ম এবং একটি উঁচু ধাতব হেডপিস।
এই প্রতিযোগিতার অন্যান্য উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে ছিল প্রাক-প্রতিযোগিতা পর্বে ১২৬ জন সুন্দরী সুইমস্যুট, ইভনিং গাউন এবং জাতীয় পোশাকে তাদের পারফরম্যান্স প্রদর্শন করেন। সর্বশেষে, মিস ইউনিভার্স বাহরাইন শিরিন আহমেদের সিলভার পুরস্কার জয় তাকে আন্তর্জাতিক মঞ্চে আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে। এর মাধ্যমে তিনি শুধু তার দেশকে গর্বিত করেছেন; বরং তিনি আরো অনেক নারীকে প্রেরণা জোগাবেন যে, কঠোর পরিশ্রম ও সৎ উদ্দেশ্য দিয়ে জীবনে পরিবর্তন আনা সম্ভব।


আরো সংবাদ



premium cement
'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি : ৩ স্টেশনে বন্ধ আমদানি-রফতানি থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

সকল