০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

আবুল হায়াতের সাথে ‘শেকড়ের টানে’ তারা

আবুল হায়াতের সাথে ‘শেকড়ের টানে’ তারা -

বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। তিনি একাধারে অভিনেতা, নাট্যনির্দেশক, নাট্যকার। একুশে পদকপ্রাপ্ত গুণী এই অভিনেতা আগের মতো খুব বেশি নাটকে অভিনয় করেন না। কিন্তু তারপরও ভালো গল্প পেলে তিনি কষ্ট করে হলেও অভিনয় করেন। ‘শেকড়ের টানে’ ঠিক তেমনি একটি ভালোলাগার গল্পের নাটক আবুল হায়াতের কাছে। যে কারণে এরই মধ্যে এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাটকটি রচনা করেছেন সুজিত বিশ^াস। নির্মাণ করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এই নাটকে আমি গল্পের প্রধান চরিত্র অর্থাৎ আমি দাদুর চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে যে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গরিব একটি মেয়েকে বিয়ে করার জন্য। ২৫-২৬ বছর পর তার একটি ছেলে আমার কাছে এসে উপস্থিত হয় শেকড়ের টানে। এটিই মূল গল্প। এর আগে আমি বাবু সিদ্দিকীর নির্দেশনায় কাজ করিনি। তার কাজের ডিজাইন ভালো। আমার কাছে ভালো লেগেছে।’ নাটকটিতে আবুল হায়াতের সাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আরজুমান্দ আরা বকুল, শাশ্বত দত্ত, মাফতোহা জান্নাত মিম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘এই সময়ে এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করার বিষয়টি ভীষণ সাহসের। পরিচালককে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গল্প নির্বাচন করার জন্য।’ আরজুমান্দ আরা বকুল বলেন, ‘দীর্ঘদিন পর হায়াত ভাইয়ের সাথে কাজ করে সত্যিই ভীষণ ভালো লাগল। আমাদের মধ্যে গুণীজনরা এখনো আছেন, এটিই তো আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। একজন আবুল হায়াত আমাদের অভিনয় অঙ্গনের গর্ব, অহঙ্কার। যদিও তিনি কিছুটা অসুস্থ। তারপরও গল্প ভালোলাগায় তিনি যে অভিনয় করেছেন এটিও অনেক বড় বিষয়। অনেক দিন পর আসলে হায়াত ভাই, হাকিম ভাইয়ের সাথে একসাথে কাজ করাটা উপভোগ্য ছিল।


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল