২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচিত সোনালি দিনের গান নিয়ে তিন্নি

নির্বাচিত সোনালি দিনের গান নিয়ে তিন্নি -

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা কানিজ খাদিজা তিন্নি। সঙ্গীত জীবনের গর্বিত অধ্যায় হিসেবে তার কাছে বিবেচ্য বিষয় হলো ২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’তে অংশ নেয়া। এই রিয়েলিটি শোই মূলত তাকে গানের ভুবনে এগিয়ে চলার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি সৃষ্টি করে দিয়েছে। পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে পথচলার শুরুর দিকে যদিও তাকে সেরাকণ্ঠের তিন্নি হিসেবে পরিচিত হতে হতো। কিন্তু বেশ কিছু ভালো ভালো মৌলিক গান প্রকাশ, সেসব গানের জন্য স্বীকৃতি লাভ, অবিরত স্টেজ শো, টিভি শোতে তার উপস্থিতি, সব মিলিয়ে তিন্নি একজন শ্রোতাপ্রিয় মিষ্টি কণ্ঠের গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যে কারণে এখন আর সেরাকণ্ঠের তিন্নি পরিচয়ে পরিচিত হতে হয় না। আজকের তিন্নি হয়ে ওঠার জন্য অবশ্য তাকে অনেক কষ্টও করতে হয়েছে। তার বাবা-মা আর ভাই তাকে সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন। তিন্নিকে এবার নির্বাচিত সোনালি দিনের গান পরিবেশন করতে দেখা যাবে এটিএন বাংলার নিয়মিত মিউজিক্যাল শো এটিএন মিউজিকে। যেহেতু আগামী ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন। তাই তারই জন্মদিন উপলক্ষে এবারের পর্বটি প্রচার হবে আগামী ১৭ নভেম্বর রাত ১২.২০ মিনিটে। অনুষ্ঠানের শুরুতেই তিন্নি পরম শ্রদ্ধা নিয়ে রুনা লায়লারই একটি গান পরিবেশন করবেন। গানটি হলো- ‘মন চায় প্রতিদিন তুমি আমি একদিন’। ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ‘মানসী’ সিনেমাতে চিত্রনায়িকা নতুনের লিপে রুনা লায়লার গাওয়া এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর সঙ্গীত করেছেন আনোয়ার পারভেজ। অনুষ্ঠানের শুরুতেই রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে গানটি পরিবেশন করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিন্নি। তিন্নি বলেন, ‘আমার গানের সব আরাধনা, সাধনা সব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে ঘিরেই। ছোটবেলা থেকে তিনিই আমার গানের অনুপ্রেরণা। খুব ইচ্ছে ছিল মহান এই শিল্পীকে কাছে থেকে দেখার, তাকে পা ছুঁয়ে সালাম করার। সেই সুযোগ হয়েছিল প্রথম ২০২২ সালে।


আরো সংবাদ



premium cement
আগামী বছর রোহিঙ্গা বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত জাতিসঙ্ঘের ড. ইউনূসের ৬ মামলা বাতিলের রায় প্রকাশ গাজায় গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনি নিহত বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সকল