সিনেমা নাটক ও উপস্থাপনায় ব্যস্ত ইমতু
- বিনোদন প্রতিবেদক
- ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০
একজন অভিনেতা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শকের প্রিয় অভিনেতা চট্টগ্রামের হালি শহরের সন্তান ইমতু রাতিশ। দর্শক তার অভিনয় ভালোবাসেন, তার অভিনয়ের প্রশংসা করেন, যেন এটাই তার অনেক বড় প্রাপ্তি। ওয়াহিদ উল্যাহ সরকার ও শাহীনা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান ইমতিয়াজ উদ্দিন সরকার মিডিয়াতে ইমতু রাতিশ নামেই পরিচিত। ২৬ ফেব্রুয়ারি জন্ম নেয়া ইমতু মিডিয়াতে প্রথম আলোচনায় আসেন একজন উপস্থাপক হিসেবে। টানা আঠারো বছর তিনি একুশে টিভিতে প্রচারিত ‘সিনে হিটস’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। মাঝখানে দেড় বছরের বিরতি ছিল, আবারো এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিল পারভেজ আমিনের ‘টমের চিঠি’, বিপরীতে ছিলেন মোনালিসা। তার প্রথম সিনেমা নারগিস আক্তারের ‘যৈবতী কইন্যার মন’, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্য মামুনের ‘আবার বসন্ত’। শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এতে তিনি শাকিব খানের বন্ধু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ইমতু জানান আগামীকাল মুক্তি পাচ্ছে তার অভিনীত অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি। এতে তিনি জন চরিত্রে অভিনয় করেছেন। ‘দরদ’ সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী ইমতু। রুকাইয়া জাহান চমক পরিচালিত প্রথম সিনেমা ‘মব স্টার’-এও অভিনয় করেছেন ইমতু। এই সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি। তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলো হচ্ছে কায়সার আহমেদ’র ‘গোলমাল’, আদিত্য জনির ‘হালের হাওয়া’, মুরাদ পারভেজ’র ‘স্মৃতির আল্পনা আঁকি’ ও মাইনুল হাসান খোকনের ‘মায়ার সংসার’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা