০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

সালমাই সঙ্গী হলেন রনির ‘আপন মানুষ’-এ

সালমাই সঙ্গী হলেন রনির ‘আপন মানুষ’-এ -

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশিই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু নিজের পেশাগত কাজ অর্থাৎ গান করা থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেননি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন তিনি। যদিও এই সময়ে খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তারপরও সালমা আশাবাদী যে আগামী ডিসেম্বর জানুয়ারিতে তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাবেন। কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতোদিনে’ শিরোনামের এই গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’এর ফাইনালিস্টের গায়িকা ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা দর্শকের জন্য ভালোলাগার খবর হচ্ছে সালমার কণ্ঠে নতুন আরো একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামক ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রনি। ‘আপন মানুষ’ শিরোনামের এই গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটি প্রসঙ্গে সালমা বলেন,‘ একটা সময় কিন্তু আমার যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু আমাকে ভীষণ সহযোগিতা করতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া, ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট, সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র আমিও তাদেরকে সহযোতিা করতে চাই, ভালো গান করলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। আমরা আত্মীয়। রনি আমাকে এতো ভালোবাসে, শ্রদ্ধা করে যে তার ভালোবাসার কাছে হার মানতে হয় আমাকে। যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমিতো বলবো রনির কারণেই এই মৌলিক গানটি হলো। গানটির কথা ও সুর ভীষণ ভালোলাগার। আমার বিশ^াস এই গানে মুগ্ধ হবেন শ্রোতারা। রনির জন্য শুভ কামনা রইলো। আর আগামী ডিসেম্বর জানুয়ারিতে স্টেজ শোতে বাংলাদেশের নানান প্রান্তে শ্রোতা দর্শকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ স্টেজ শোতেই গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল