১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালমাই সঙ্গী হলেন রনির ‘আপন মানুষ’-এ

সালমাই সঙ্গী হলেন রনির ‘আপন মানুষ’-এ -

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশিই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু নিজের পেশাগত কাজ অর্থাৎ গান করা থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেননি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন তিনি। যদিও এই সময়ে খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তারপরও সালমা আশাবাদী যে আগামী ডিসেম্বর জানুয়ারিতে তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাবেন। কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কতোদিনে’ শিরোনামের এই গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’এর ফাইনালিস্টের গায়িকা ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা দর্শকের জন্য ভালোলাগার খবর হচ্ছে সালমার কণ্ঠে নতুন আরো একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামক ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন রনি। ‘আপন মানুষ’ শিরোনামের এই গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটি প্রসঙ্গে সালমা বলেন,‘ একটা সময় কিন্তু আমার যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু আমাকে ভীষণ সহযোগিতা করতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া, ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট, সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র আমিও তাদেরকে সহযোতিা করতে চাই, ভালো গান করলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। আমরা আত্মীয়। রনি আমাকে এতো ভালোবাসে, শ্রদ্ধা করে যে তার ভালোবাসার কাছে হার মানতে হয় আমাকে। যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমিতো বলবো রনির কারণেই এই মৌলিক গানটি হলো। গানটির কথা ও সুর ভীষণ ভালোলাগার। আমার বিশ^াস এই গানে মুগ্ধ হবেন শ্রোতারা। রনির জন্য শুভ কামনা রইলো। আর আগামী ডিসেম্বর জানুয়ারিতে স্টেজ শোতে বাংলাদেশের নানান প্রান্তে শ্রোতা দর্শকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ স্টেজ শোতেই গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’


আরো সংবাদ



premium cement
অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন তিন দিনের মধ্যে এনআইডিকে ক্যাটাগরি করার নির্দেশ ইসির

সকল