অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
- বিনোদন প্রতিবেদক
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু, যিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন।
মিঠু লিখেছেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দিবে? তোমার সন্তান নাঈমকে কীভাবে সান্ত¡না দেবো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’
২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যান্সার ধরা পড়ে, যা পরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল, তবে গত বছরের শেষ দিকে কিছুটা সুস্থ বোধ করলেও অবশেষে তিনি জীবনযুদ্ধে পরাজিত হন।
অভিনয় ক্যারিয়ারের শুরুটা ১৯৯৭ সালে নাটক ‘আনন্দ পাঠ আসর’-এ ছিল, যা ইউনেস্কো ও বাংলাদেশের সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ পরিচালনা করেন। এরপর মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন তিনি। আফরোজা হোসেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ বহু খ্যাতনামা অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ছিল ‘আবার বসন্তে’, যেখানে তিনি তারিক আনাম খানের সঙ্গে অভিনয় করেছিলেন।
তার মৃত্যু বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র শিল্পে একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা