আমেরিকায় ‘বাপা’ থেকে পুরস্কৃত প্রতীক হাসান
- বিনোদন প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান ও প্রীতম হাসান। দু’জনেই বাংলাদেশের গানের ভুবনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতীক হাসান অনেক আগেই শ্রোতা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে প্রীতম হাসান রয়েছেন গানের ভুবনে আলোচনার শীর্ষে। গেল জুলাই মাসে প্রতীক হাসান আমেরিকা গিয়েছেন স্ত্রী মৌসুমি ও একমাত্র সন্তান (কন্যা) প্রতীকাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি এরই মধ্যে বেশ কয়েকটি স্টেজ শো’তেও অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি সেখানে তিনি প্রবাসী কয়েকজন বাংলাদেশী শিল্পীর জন্য কম্পোজিসনের কাজও করছেন। তবে আপাতত সেই কাজ সম্পর্কে বিস্তারিত নানা জানালেও প্রতীক জানান এসব কাজে বেশ চমক রয়েছে। এরই মধ্যে প্রতীক আমেরিকাতে একটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েসন (বাপা) অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন প্রতীক হাসান। ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্ট’র ডেপুটি চিফ ভিক্টোরিয়া পেরি’র হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। এমন একটি অ্যাসোসিয়েন থেকে একজন শিল্পী হিসেবে সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রতীক। প্রতীক বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপার প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই যেন আগামীতেও আমি আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই।’ প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ৭০ লক্ষ’রও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা