২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভিন্ন ধরনের কার্যক্রমে দীপা খন্দকার

-

অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মধ্যে কাজে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনো বিরতি নেননি, সেটি হোক বিয়ের পর কিংবা সন্তান হওয়ার পর। যতটুকু সময় সংসারের প্রয়োজনে কিছু দিন বিরত থাকতে হয়, ঠিক ততটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন। নিয়মিত কাজে থাকার মধ্য দিয়েই তিনি অভিনয় করে গেছেন। আর এভাবেই দেখতে দেখতে অভিনয় জীবনের রজতজয়ন্তী সময় পার করেছেন দীপা খন্দকার। এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। বিগত চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে গত সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনিত খণ্ডনাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি’। নাটকটি রচনা করেছেন নাহিদ ফারহানা ও প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন মিলি বাশার, শতাব্দী ওয়াদুদ। নাটকের গল্প মূলত তাকেই কেন্দ্র করে। নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে দীপা খন্দকারের। এদিকে আপাতত কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না দীপা খন্দকার। তবে দীপা জানান, ধারাবাহিক নাটকে অভিনয় করতেই তার ভীষণ ভালো লাগে। নিজের বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তারপরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটিই যে, দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটিই চাওয়া। আর একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ব বোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু-কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে এ ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি।’


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি ২ বছরের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করল স্বর্ণের বাজার নির্বাচনের কোনো বিকল্প দেখছেন না তারেক রহমান

সকল