শাহরুখ খানকে হত্যার হুমকি যে আপডেট জানাল পুলিশ
- বিনোদন প্রতিবেদক
- ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি একটি খুনের হুমকি পেয়েছেন। অভিযোগ অনুযায়ী, ৫০ লাখ টাকা না দিলে তার প্রাণনাশের হুমকি দেয়া হয়। তবে প্রশ্ন উঠছে, এই হুমকি কি ভারতের পরিচিত গ্যাং-বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে এসেছে? এর পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ একটি এফআইআর রুজু করেছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ব্যান্ডরা থানায় অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে এক্সটরশন মামলা করা হয়েছে। মামলায় সংশ্লিষ্ট ধারাগুলো হলো- সেকশন ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) এর অধীনে।
রিপোর্ট অনুযায়ী, পুলিশের একটি দল ফোন কলটি চিহ্নিত করে ছত্তিশগড়ের রায়পুরে পৌঁছেছে। যদিও মুম্বাই পুলিশ রায়পুর থেকে কলের আসল উৎস সম্পর্কে কিছু নিশ্চিত করেনি, তবে রায়পুর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাই পুলিশ একজন ফয়েজ খান নামক ব্যক্তিকে এই হুমকি দেয়ার জন্য নোটিস পাঠিয়েছে। রায়পুরের সিএসপি সিভিল লাইনস, অজয় কুমার বলেছেন, ‘বৃহস্পতবার মুম্বাই পুলিশ পাণ্ড্রি থানায় এসে জানিয়েছে, ব্যান্ডরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শাহরুখ খানকে হুমকি দেয়া হয়েছে এবং টাকা দাবি করা হয়েছে। মুম্বাই পুলিশ অভিযুক্তকে নোটিশ দিয়েছে। তবে তার গ্রেফতারের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।’
অভিযুক্তের নাম ফয়েজ খান, যিনি একজন আইনজীবী। জানা গেছে, ৫ নভেম্বর এই হুমকির ফোনকলটি করা হয়েছিল। ফয়েজ খান ২ নভেম্বর তার ফোন হারানোর কথা পুলিশের কাছে জানিয়েছিলেন। এখন তদন্ত চলছে এবং মুম্বাই পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। এটি এমন সময়ে ঘটল যখন সালমান খানও একটি মৃত্যুর হুমকি পেয়েছেন। লরেন্স বিশনোই গ্যাং, যাদের সালমানের বিরুদ্ধে কালো মৃগ হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা