০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সিনেমার পর্দায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

সিনেমার পর্দায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন -


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও প্রতিযোগিতা এতটাই তীব্র যে, এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয়; বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এ ধরনের নির্বাচন সাধারণত দেশের ভবিষ্যতের পথ নির্ধারণ করে, যেখানে ভোটাররা প্রার্থী হিসেবে তাদের মতামত ও আকাক্সক্ষার প্রতিফলন দেখতে পান। মার্কিন রাজনীতি দীর্ঘকাল ধরে সিনেমার পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে, যেখানে নির্বাচন ও প্রচারণার নানা দিক তুলে ধরা হয়েছে। এই চলচ্চিত্রগুলো সাধারণত রাজনৈতিক কেলেঙ্কারি, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনী কৌশল এবং রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পর্কিত থিমগুলো নিয়ে কাজ করে।
এবারের নির্বাচনের প্রেক্ষাপটে, আমরা কিছু উল্লেখযোগ্য সিনেমার খোঁজ নিয়ে দেখব, যা মার্কিন নির্বাচনের জটিলতা এবং রাজনীতির নানাদিক তুলে ধরেছে।

‘স্টেট অব দ্য ইউনিয়ন’
১৯৪৮ সালে মুক্তি পাওয়া ফ্রাঙ্ক কাপরার এই ছবিতে এক ধনকুবের রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন তুলে ধরা হয়েছে। স্পেনসার ট্রেসি ও ক্যাথেরিন হেপবার্ন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
‘দ্য বেস্ট ম্যান’
১৯৬৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ১৯৬০ সালের নাটকের উপর ভিত্তি করে নির্মিত। এতে অভিনয় করেছেন হেনরি ফন্ডা ও ক্লিফ রবার্টসন। সিনেমায় মার্কিন নির্বাচনের পেছনের কাহিনী তুলে ধরা হয়েছে।
‘অল দ্য প্রেসিডেন্টস মেন’
১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে। ডাস্টিন হফম্যান ও রবার্ট রেডফোর্ডের অভিনয়ে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব ফুটে উঠেছে।
‘দ্য ওয়ার রুম’
১৯৯৩ সালে অস্কারে মনোনীত এই তথ্যচিত্রটি বিল ক্লিনটনের ১৯৯২ সালের নির্বাচনী প্রচারণার পটভূমিতে নির্মিত।
‘দ্য আমেরিকান প্রেসিডেন্ট’
১৯৯৫ সালের এই ছবিতে মাইকেল ডগলাস প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেন। গল্পে একটি প্রেমের কাহিনী এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পটভূমি রয়েছে।
‘ওয়াগ দ্য ডগ’
১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ব্ল্যাক কমেডিটি রাজনৈতিক বিদ্রুপাত্মক, যেখানে নির্বাচনের আগে একটি যৌন কেলেঙ্কারি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। ডাস্টিন হফম্যান ও রবার্ট ডি নিরো অভিনয় করেছেন।

‘প্রাইমারি কালারস’
১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বিল ক্লিনটনের নির্বাচনী প্রচারণার পটভূমিতে তৈরি। এতে অভিনয় করেছেন জন ট্রাভোল্টা ও এমা থম্পসন।
‘জার্নিস উইথ জর্জ’
২০০৩ সালে মুক্তি পাওয়া এই তথ্যচিত্রটি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্বাচনী প্রচারণার অন্তর্দৃষ্টি দেয়।
‘হেড অব স্টেট’
ক্রিস রকের পরিচালনায় ২০০৩ সালের এই কমেডিতে এক প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যুর পর তার বিকল্প খোঁজার গল্প তুলে ধরা হয়েছে।
‘দ্য আইডিয়াজ অব মার্চ’
২০১১ সালে নির্মিত এই পলিটিক্যাল ড্রামা জর্জ ক্লুনির অভিনয়ে সমৃদ্ধ। গল্পটি একটি বড় রাজনৈতিক কেলেঙ্কারির ফলে প্রেসিডেন্ট প্রার্থীর বিপদের মুখোমুখি হওয়ার ওপর ভিত্তি করে।
এই সিনেমাগুলো মার্কিন রাজনীতির বিভিন্ন দিক এবং নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ জাগাবে।

 


আরো সংবাদ



premium cement