০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ!

-

আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্য হলিউড রিপোর্টার খবর প্রকাশ করেছে যে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘টপ গান : ম্যাভেরিক’ এর সাফল্যের পর ‘ডেজ অব থান্ডার’ এর সিক্যুয়েলে অভিনয়ের জন্য আলোচনায় রয়েছেন টম ক্রুজ। টনি স্কট পরিচালিত ‘ডেজ অব থান্ডার’ ১৯৯০ সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। ক্রুজ প্যারামাউন্টের সাথে এই স্পোর্টস অ্যাকশন ড্রামার ফলোআপে যোগদানের জন্য আলোচনা করছেন। যদিও মূল ‘ডেজ অব থান্ডার’ বক্স অফিসে ভালো পারফর্ম করেনি এবং মিশ্র থেকে নেতিবাচক রিভিউ পেয়েছিল। তবে ক্রুজ বিশ্বাস করেন যে, তিনি ‘টপ গান : ম্যাভেরিক’ এর সাফল্য পুনরায় অর্জন করতে পারবেন। স্টুডিওটি বর্তমানে বিভিন্ন বিষয় মূল্যায়ন করছে, যার মধ্যে স্ক্রিপ্টও রয়েছে, কারণ ক্রুজ আগামীকাল ওয়ার্নার ব্রস/লিজেন্ডারির জন্য আলেহান্দ্রো জি. ইনিয়ারিতুর সাথে শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, একটি ডগ লিমান পরিচালিত প্রকল্পের জন্য যা বাস্তবে মহাকাশে সেট করা হয়েছে ইউনিভার্সালের জন্য, এবং প্যারামাউন্টের জন্য ‘ম্যাভেরিক’-এর একটি সিক্যুয়েলের ওপর কাজ করছেন। একটি স্টুডিওের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ‘তিনি প্যারামাউন্টের সাথে টপ গান এবং ডেজ অব থান্ডার নিয়ে আলোচনা করছেন। এটি নির্ভর করবে কোন স্ক্রিপ্ট প্রথম তৈরি হয় তার উপর।’ তিনি আরো যোগ করেছেন, ‘আমি মনে করি না ডেজ অব থান্ডার সিক্যুয়েল একটি খারাপ ধারণা। আপনি বলতে পারতেন যে টপ গান পুনরায় দেখা একটি খারাপ ধারণা। আমি এটি বাদ দেবো না।’

 


আরো সংবাদ



premium cement