২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’র মোড়ক উন্মোচন

আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’র মোড়ক উন্মোচন -

বরেণ্য অভিনেতা, নাট্যকার এবং নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী গ্রন্থ ‘রবি পথ’ প্রকাশিত হয়েছে। দীর্ঘ ১০ বছরের লেখালেখির পর গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, এই অনুষ্ঠানে আবুল হায়াতের জীবনের বিভিন্ন অজানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা বই থেকে কিছু অংশ পাঠ করেছেন এবং অভিনেতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন। নাসিম বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয় যে, একজন আবুল হায়াত প্রায় ৮০ বছর বয়সেও শিল্পের নানা মাধ্যমে সমানতালে কাজ করে যাচ্ছেন। তার জীবন কাহিনী আমাদের সব শিল্পীর জন্য শিক্ষণীয়।’ আবুল হায়াত ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ১৯৬৯ সাল থেকে নাটকে অভিনয় শুরু করেন।

তার অভিনয়ের দীর্ঘ সফরে তিনি ‘অজ্ঞাতনামা’, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’ এবং ‘গহিনে শব্দ’সহ অসংখ্য নাটক এবং চলচ্চিত্রে কাজ করেছেন। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘রবি পথ’ বইটি লেখার প্রক্রিয়া সম্পর্কে আবুল হায়াত বলেন, ‘আমি ১০ বছর ধরে লিখেছি, তবে লেখার সময় একেবারে নির্ভার হতে পারিনি। মানুষ কিভাবে বইটি নেবে, সে বিষয়ে দুশ্চিন্তা ছিল। তবে যা মনে এসেছে, তা লিখেছি।’ তিনি জানালেন, লেখালেখির এই যাত্রায় কখনো এক পাতা লিখেছেন, আবার কখনো একসাথে ১০ পাতা। ‘আলসেমি এবং মাঝে মধ্যে লেখার প্রতি আগ্রহের অভাব- এসব কারণেই এত সময় লেগেছে,’ যোগ করেন তিনি। আবুল হায়াতের আত্মজীবনী লেখার ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনে অনেক ঘটনা আছে যা গুরুত্বপূর্ণ। এ প্রজন্মের ছেলে-মেয়েরা এসব ঘটনা জানে না। তাই সিদ্ধান্ত নিলাম, লিখে ফেলি।’ তার মতে, অভিজ্ঞ শিল্পীদের জন্য আত্মজীবনী লেখা উচিত, কারণ এর মাধ্যমে তারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। আবুল হায়াতের কর্মমুখর জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট। সারা জীবন খুব কম চেয়েছি কিন্তু পেয়েছি তার চেয়ে বেশি।’ তবে রাষ্ট্রীয় সম্মাননার বিষয়ে তিনি বলেন, ‘দর্শকের ভালোবাসা সব কিছুর থেকে বড়।

 


আরো সংবাদ



premium cement
সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

সকল