২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবারো নিউইয়র্কে মৌসুমীর জন্মদিন

-


বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী এবারো তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত বছর অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছে ছিল এর মধ্যে একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন। এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বলেও জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। এদিকে নিজের জন্মদিন উপলক্ষে তেমন বিশেষ কোনো আয়োজন নেই মৌসুমী। মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দেবো। যদি সময় সুযোগ হয় হয়তো আশেপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটি কেকও বানাব।

সাথে ফাইজার নানী ও খালামনি (¯িœগ্ধা) আছেই। তাদেরকে নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সাথে থাকলে হয়তো সময়টা আরো অনেক বেশি ভালো লাগার, আনন্দের হয়ে উঠত। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’ কবে নাগাদ দেশে ফিরতে পারেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘যখন সময় হবে তখনই ফিরব। এরই মধ্যে দেশে একটিবার ঘুরে আসার ইচ্ছে ছিল। কিন্তু শেষমেশ আর দেশে আসা হলো না। তবে সব কিছু স্বাভাবিক হলে দেশে ফেরার ইচ্ছে আছে। বাকিটা আল্লাহ জানেন।’ এদিকে প্রিয়দর্শিনী মৌসুমী গত শুক্রবার রাতে কথা বলার সময় বিশেষভাবে খোঁজ নিয়েছেন দেশের কিংবদন্তি ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ও তার স্ত্রী রায়না মাহমুদের। চঞ্চল মাহমুদের ক্যামেরাতেই প্রথম ফ্রেমবন্দী হন মৌসুমী। বিজ্ঞাপনে মডেল হওয়ার আগে কিংবা চলচ্চিত্রে অভিনয়ের আগেই প্রথম তিনি চঞ্চল মাহমুদের ক্যামেরায় নিজেকে প্রথম দেখেন। আর তখনই মৌসুমী নিজের ফটোজেনিক সুন্দর মুখশ্রীর সম্পর্কে অবগত হন।

এরপর মৌসুমী বিজ্ঞাপনের মডেল হন, চলচ্চিত্রের নায়িকা হন। ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে রেশমী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমী অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘দোলা’, ‘আত্ম অহঙ্কার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ^প্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরিবের রানী’, ‘প্রিন্সেস ডায়না’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। তার পরিচালিত সিনেমা দু’টি। একটি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অন্যটি ‘মেহেরনিগার’। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমাতে অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায়

সকল