০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

রেড সি উৎসবের প্রধান দু’টি পুরস্কার দেবে ফিল্ম আলউলা

রেড সি উৎসবের প্রধান দু’টি পুরস্কার দেবে ফিল্ম আলউলা -

২০২০ সালের শুরুতে রয়্যাল কমিশন ফর আল উলা (আরসিইউ) দ্বারা প্রতিষ্ঠার পর থেকে ফিল্ম আল উলা দ্রুত মধ্যপ্রাচ্যের অন্যতম উত্থানশীল চলচ্চিত্র গন্তব্য হয়ে উঠেছে। এই চলচ্চিত্র সংস্থার লক্ষ্য আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজনাকে সমর্থন করা এবং আল উলার প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্ব রক্ষা করা।
সেই লক্ষ্যে এবার সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভালের প্রধান দু’টি পুরস্কারের স্পন্সর হয়েছে ‘ফিল্ম আলউলা’। এর একটি হলো ‘অডিয়েন্স অ্যাওয়ার্ড’ যা দর্শকদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। দ্বিতীয় সেরা পুরস্কারটি দেয়া হয় স্থানীয় চলচ্চিত্রকে উৎসাহ দেয়ার জন্য, যার নাম ‘বেস্ট সৌদি ফিল্ম অ্যাওয়ার্ড’।
বেস্ট সৌদি ফিল্ম অ্যাওয়ার্ড সৌদি চলচ্চিত্রের অসাধারণ সৃজনশীল প্রতিভাকে উদযাপন করে। এটি নির্মাতাদের মৌলিকতা, সাংস্কৃতিক গভীরতা এবং উদ্ভাবনী কাহিনী বলার জন্য স্বীকৃতি দেয়- এটি এমন কিছু নির্মাণকে হাইলাইট করে যা সৌদি পরিচয় ও ঐতিহ্যকে সত্যিকারভাবে প্রতিফলিত করে এবং স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের ও বিশ্ব চলচ্চিত্র শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করে। অন্যদিকে, দর্শক পুরস্কারটি জনগণের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়, যা সিনেমাপ্রেমীদের এবং সমালোচকদের চলচ্চিত্রের প্রতি গভীরভাবে যুক্ত হতে উৎসাহিত করে, সৃজনশীলতা ও সৌন্দর্যের প্রতি তাদের মূল্যায়ন বাড?ায়। উভয় পুরস্কারই শিল্পগত উৎকর্ষতার স্তর বাড?ানো এবং চলচ্চিত্র নির্মাতাদের ও দর্শকদের মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন করার লক্ষ্য নিয়ে কাজ করে। ফিল্ম আলউলা দর্শক পুরস্কার এবং সেরা সৌদি চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী উভয়েই ৫০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবেন, যা সৌদি চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে ফিল্ম আলউলার প্রতিশ্রুতি প্রদর্শন করে। উৎসবের দর্শকরা তাদের পছন্দের চলচ্চিত্রগুলোর জন্য ভোট দিয়ে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের একজন প্রাপকের নির্বাচন করার সুযোগ পাবেন। বিজয়ীদের ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর ২০২৪-এর প্রত্যাশিত পুরস্কার রাতে। স্পন্সরশিপ ঘোষণা করার সময়, রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা বলেন, ‘ফিল্ম আলউলা দীর্ঘকালীন একটি অংশীদার এবং উৎসবের সমর্থক এবং আমরা তাদের এই বছর একটি কৌশলগত স্পন্সর হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ফিল্ম আলউলা দর্শক পুরস্কার এবং সেরা সৌদি চলচ্চিত্র পুরস্কারের মাধ্যমে তাদের অব্যাহত সমর্থন সৌদি আরবের চলচ্চিত্র পরিবেশকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা প্রতিভার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে এবং আমাদের উৎসবের মাধ্যমে নবীন চলচ্চিত্রপ্রেমীদের একটি আকৃষ্ট দর্শক গড়ে তুলতে উৎসাহিত করে।’
ফিল্ম আলউলার কার্যকরী পরিচালক জেইদ শাকার বলেন, ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি গর্বিত অংশীদার হিসেবে, ফিল্ম আলউলা সৌদি চলচ্চিত্রের সমৃদ্ধ কাহিনী এবং বৈচিত্র্যময় কণ্ঠস্বরগুলো উদযাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফিল্ম আলউলা দর্শক পুরস্কার এবং সেরা সৌদি চলচ্চিত্র পুরস্কারের স্পন্সরশিপের মাধ্যমে, আমরা সৌদি সংস্কৃতির হৃদয়কে প্রতিনিধিত্বকারী প্রতিভাকে উদ্বুদ্ধ ও উন্নীত করার লক্ষ্য নিয়েছি, যা আলউলাকে একটি বৈশ্বিক চলচ্চিত্রকরণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ।’
রয়্যাল কমিশন ফর আলউলা ২০২০ সালে আলউলার সৃজনশীল শিল্পগুলোর উন্নয়নে ফিল্ম আলউলাকে তার নিজস্ব চলচ্চিত্র এজেন্সি হিসেবে চালু করে। ফিল্ম আলউলা উৎপাদনের প্রতিটি পর্যায়ে সহায়তা প্রদান করে, উন্নয়ন থেকে শুরু করে সম্পন্ন হওয়া পর্যন্ত এবং আলউলাকে একটি চলচ্চিত্রকরণের স্থান হিসেবে বেছে নিলেও আর্থিক প্রণোদনা দেয়। শুরু থেকেই, এই এজেন্সিটি এক হাজার দুই শতাধিক উৎপাদন দিন সহায়তা করেছে, যা স্থানীয় এবং আন্তর্জাতিক প্রকল্পগুলোকে আকৃষ্ট করেছে।


আরো সংবাদ



premium cement
‘ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু করা হবে’ নরসিংদীতে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই নাব্যতা সঙ্কটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত যুক্তরাষ্ট্রে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান ৪৭তম বিসিএসের কোটার সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যার কথা শুনেছেন : আসিফ মাহমুদ পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫২ শামীম ওসমানের ‘সহচর’ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিটন গ্রেফতার স্টেইন নাকি হ্যারিস : মার্কিন নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবে

সকল