২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শো এবং নতুন নতুন গান নিয়েই ব্যস্ত সালমা

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের শিল্পী মৌসুমী আক্তার সালমা। তার একদম আলাদা কণ্ঠের কারণে তিনি তার সময়কার সব শিল্পী থেকে সহজেই নিজেকে আলাদা করতে পারেন। তার কণ্ঠে এখন পর্যন্ত দর্শক শ্রোতা বহু গান শুনেছেন, বহু গান সালমার কণ্ঠে জনপ্রিয় হয়েছে। বর্তমান সময়ে সালমা নতুন নতুন গান প্রকাশ নিয়ে যেমন ব্যস্ত আছেন ঠিক তেমনি তিনি নিয়মিত শোও করছেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার মৌসুমী মৌয়ের উপস্থাপনায় চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সঙ্গীত পরিবেশন করেছেন। যতটা সময় সালমা সঙ্গীত পরিবেশন করেছেন পুরোটা সময়ই দর্শক শ্রোতা তার গাওয়া গান প্রবল আগ্রহ নিয়েই উপভোগ করেছেন। এরই মধ্যে মাছরাঙ্গা টিভির নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সালমা। এরই মধ্যে সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। গানের শিরোনাম ‘লক্ষ্মী ভাবীজান’। গানটি লিখেছেন সুহেল খান, সুর সঙ্গীত করেছেন তরুণ প্রজন্মের আলোচিত সুরকার সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। গানটিতে সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচআর ফারদিন খান ও রুমী খান। গানটি এরই মধ্যে শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে তারও আগে সালমা ও রনির কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে (এম এ রহমান) লালন গীতি ‘মিলন হবে কত দিনে’ গানটির শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে আরো একটি গান প্রকাশ হওয়ার কথা রয়েছে। গানের শিরোনাম ‘মনের নাগর’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু। কম্পোজিশন করেছেন এম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরো একটি গান। এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন ওয়াহিদ হাসান। গানটিতে সালমার সাথে গেয়েছেন জাকির হোসেন। এ ছাড়াও এরই মধ্যে আরো চার-পাঁচটি মৌলিক গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি। সালমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শোতে সরাসরি শ্রোতা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শোতেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটি স্টেজ শোর চেয়ে অনেক কম। আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালো লাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যতা নিয়েই করে থাকি। গানের মধ্যেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানই তো আমার প্রাণ।’


আরো সংবাদ



premium cement
‘বাবা বলে ডাকতে পারি না’ বিএনপি নির্বাচন চায় দেশকে রক্ষার জন্য : মির্জা ফখরুল জাতীয় ঐক্যের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : গোলাম পরওয়ার সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু

সকল