২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শো এবং নতুন নতুন গান নিয়েই ব্যস্ত সালমা

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের শিল্পী মৌসুমী আক্তার সালমা। তার একদম আলাদা কণ্ঠের কারণে তিনি তার সময়কার সব শিল্পী থেকে সহজেই নিজেকে আলাদা করতে পারেন। তার কণ্ঠে এখন পর্যন্ত দর্শক শ্রোতা বহু গান শুনেছেন, বহু গান সালমার কণ্ঠে জনপ্রিয় হয়েছে। বর্তমান সময়ে সালমা নতুন নতুন গান প্রকাশ নিয়ে যেমন ব্যস্ত আছেন ঠিক তেমনি তিনি নিয়মিত শোও করছেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার মৌসুমী মৌয়ের উপস্থাপনায় চ্যানেল নাইনের ‘ক্লাব নাইন’ অনুষ্ঠানে সরাসরি সঙ্গীত পরিবেশন করেছেন। যতটা সময় সালমা সঙ্গীত পরিবেশন করেছেন পুরোটা সময়ই দর্শক শ্রোতা তার গাওয়া গান প্রবল আগ্রহ নিয়েই উপভোগ করেছেন। এরই মধ্যে মাছরাঙ্গা টিভির নিয়মিত শো ‘রূপকথা’ অনুষ্ঠানেরও রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সালমা। এরই মধ্যে সালমার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন একটি মৌলিক গান। গানের শিরোনাম ‘লক্ষ্মী ভাবীজান’। গানটি লিখেছেন সুহেল খান, সুর সঙ্গীত করেছেন তরুণ প্রজন্মের আলোচিত সুরকার সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। গানটিতে সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচআর ফারদিন খান ও রুমী খান। গানটি এরই মধ্যে শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে তারও আগে সালমা ও রনির কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে (এম এ রহমান) লালন গীতি ‘মিলন হবে কত দিনে’ গানটির শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে আরো একটি গান প্রকাশ হওয়ার কথা রয়েছে। গানের শিরোনাম ‘মনের নাগর’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বাধীন বাবু। কম্পোজিশন করেছেন এম রহমান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এ ছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে ‘দিলে লাগে টান’ শিরোনামের আরো একটি গান। এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন ওয়াহিদ হাসান। গানটিতে সালমার সাথে গেয়েছেন জাকির হোসেন। এ ছাড়াও এরই মধ্যে আরো চার-পাঁচটি মৌলিক গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি। সালমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে স্টেজ শোতে গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ স্টেজ শোতে সরাসরি শ্রোতা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ায়। টিভিতে লাইভ শোতেও কিছুটা প্রতিক্রিয়া মেলে। তবে সেটি স্টেজ শোর চেয়ে অনেক কম। আবার শিল্পী হিসেবে নতুন নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। কারণ অনেক গীতিকার, সুরকার আছেন যারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের কাজগুলো কথা ও সুর ভালো লাগলে আমি পরম স্বাচ্ছন্দ্যতা নিয়েই করে থাকি। গানের মধ্যেই আপনাদের ভালোবাসার সালমা বেঁচে থাকতে চায়। কারণ গানই তো আমার প্রাণ।’


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন ভোলা উচিত নয় কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা

সকল