প্রযোজনায় পুরস্কৃত সুব্রত
- বিনোদন প্রতিবেদক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
সুব্রত দে, দীর্ঘ এক দশক ধরে একজন প্রযোজক হিসেবে স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনে কাজ করে যাচ্ছেন। তার প্রযোজনায় বাংলাভিশনে বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে ‘সাধু সঙ্গীত’, ‘দিন প্রতিদিন’, ‘আরএফএল রান্নায় ঐতিহ্য’, ‘প্রতিদিনের ইফতার’, ‘হামদর্দ মজাদার ইফতার’, ‘সেফ কিচেন’, ‘লাল গোলাপ’সহ বিভিন্ন দর্শকপ্রিয় অনুষ্ঠান। ২০১৪ সালে বাংলাভিশনে একজন সহকারী প্রযোজক হিসেবে কক্সবাজারের সন্তান সুব্রত দের যাত্রা শুরু হয়েছিল। এখন তিনি এই চ্যানেলের সিনিয়র প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত পাঁচ বছর ধরে বাংলা ভিশনে নিয়মিত প্রচার হচ্ছে সুব্রত দের প্রযোজনায় ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানটি। বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো টিভি চ্যানেলে রান্না-বিষয়ক অনুষ্ঠান হয়, সুব্রত দের প্রযোজনায় প্রচার চলতি ‘আমাদের রান্নাঘর’ অনুষ্ঠানটি সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এই অনুষ্ঠানেরই একজন প্রযোজক হিসেবে সুব্রত দে গত মঙ্গলবার রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত কুকিং অ্যাসোসিয়েশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রান্ন-বিষয়ক অনুষ্ঠান নির্মাণ তথাপি প্রযোজনার জন্য শ্রেষ্ঠত্বের পুরস্বকার পেলেন সুব্রত দে। কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসির হাত থেকে সুব্রত দে এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় পাশে ছিলেন চ্যানেল আইয়ের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার অনন্যা রুমা। সুব্রত দে বলেন, ‘যেকোনো সম্মাননাই একজন মানুষকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, দায়িত্ব বাড়িয়ে দেয় আরো ভালো ভালো কাজ করার। বাংলাভিশন চ্যানেলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায়। আমি আমার দায়িত্ব সবসময়ই যথাযথভাবে পালন করার চেষ্টা করি। কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসি আপা ও সাধারণ সম্পাদক মেহেরুন নেসা আপার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই সম্মাননায় ভূষিত করায়। আর আমার স্ত্রী অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমাকে সবসময় ভালো ভালো অনুষ্ঠান নির্মাণে অনুপ্রেরণা দেয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা