ইসরাইলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বয়কটের আহ্বান
- সাকিবুল হাসান
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
বিশ্বের শীর্ষস্থানীয় লেখকরা ইসরাইলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বয়কটের আহ্বান জানিয়েছেন। এক হাজারের বেশি লেখক ও প্রকাশনা পেশাজীবী একটি খোলা চিঠিতে সই করেছেন, যেখানে বলা হয়েছে তারা সেসব প্রতিষ্ঠানকে বয়কট করবেন, যা ‘ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নিপীড়নের সহযোগী বা নিঃশব্দ পর্যবেক্ষক’ হিসেবে কাজ করছে।
চিঠিতে সই করা জনপ্রিয় লেখকদের মধ্যে রয়েছেন আয়ারল্যান্ডের লেখক স্যালি রুনি, যার লেখা ‘কনভার্সেশনস উইথ ফ্রেন্ডস’, ‘নরমাল পিপল’, ‘ইন্টারমেজো’ বইগুলো পাঠকদের মধ্যে সমাদৃত। এ ছাড়াও এই তালিকায় আছেন পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান-লিবিয়ান ঔপন্যাসিক হিশাম মাতার; পুলিৎজার পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক ভিয়েত থান নগুয়েন; বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়; ‘রেলুক্যান্ট ফান্ডামেন্টালিস্ট’-এর লেখক মোহসিন হামিদ এবং বুকার পুরস্কারের জন্য মনোনীত আভনি দোশি।
লেখকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ইসরাইলি প্রকাশক, উৎসব, সাহিত্য এজেন্সি এবং সেসব প্রকাশনার সাথে কাজ করবেন না, যা ‘ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে সহযোগী’ ও ‘বৈষম্যমূলক নীতি ও আচরণ’ পরিচালনা করে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যেগুলো কখনো ‘ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার’ স্বীকার করেনি, সেগুলোও বয়কট করা হবে। এ আন্দোলনটি প্যালেস্টাইন সাহিত্য উৎসব (পালফেস্ট) দ্বারা সংগঠিত হয়েছে, যা প্রতি বছর ফিলিস্তিনের বিভিন্ন শহরে মুক্ত জনসভা পরিচালনা করে।
চিঠির শুরুতে লেখা হয়েছে, ‘আমরা, লেখক, প্রকাশক, সাহিত্য উৎসব কর্মী এবং অন্যান্য বই সংশ্লিষ্টরা, এই চিঠি প্রকাশ করছি কারণ আমরা ২১ শতকের সবচেয়ে গভীর নৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সঙ্কটের মুখোমুখি।’
তারা দাবি করেছেন যে, অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইল ৪৩ হাজার ৩৬২-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যা ৭৫ বছরের দেশত্যাগ, জাতিগত নিধন ও বর্ণবাদী শাসনের পরিণতি।
সাংস্কৃতি ‘এই অন্যায়গুলোকে স্বাভাবিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তারা বলেছেন, ‘ইসরাইলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো প্রায়ই রাষ্ট্রের সাথে সরাসরি কাজ করে, ফিলিস্তিনিদের লাখ লাখ মানুষের অধিকার হরণের বিরুদ্ধে কার্যকরভাবে মুখোশ পরানোর কাজ করেছে।’
চিঠিটি লেখকদের সহকর্মীদের এই প্রতিশ্রুতিতে যোগ দিতে আহ্বান জানিয়ে শেষ হয়েছে। সূত্র : আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা