চার সিনেমায় সুবর্ণা মজুমদার
- বিনোদন প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
বেশ কয়েক বছর ধরেই টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন সুবর্ণা মজুমদার। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচার হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত দু’টি নাটক। একটি ‘বনবাসে রহিম রূপবান, অন্যটি ‘দক্ষিণের সমীকরণ’। ‘বনবাসে রহিম রূপবান’-এ তিনি রূপবান চরিত্রে অভিনয় করছেন। ‘দক্ষিণের সমীকরণ’-এ তিনি অভিনয় করছেন মিলা চরিত্রে। এ ছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সনজিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকে তিনি অভিনয় করছেন জারা চরিত্রে। গত সোমবার সুবর্ণা রাজধানীর উত্তরায় ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে সুবর্ণা জানালেন, তিনি চারটি সিনেমায় অভিনয় করছেন। বেশ কয়েক বছর আগে তিনি আমীরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ দ্য লাইফ’ সিনেমার কাজ শুরু করেছিলেন। এই সিনেমার ৫০ শতাংশ শুটিং হওয়ার পর অজানা এক কারণে সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। এতে সুবর্ণা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরই মধ্যে সুবর্ণা অভিনীত সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’ সিনেমাটি বিশে^র বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বেশ প্রশংসা কুঁড়াচ্ছে। এ ছাড়াও তিনি এইচ আর হাবিব পরিচালিত ‘জলকিরণ’ সিনেমাতেও অভিনয় করেছেন। ‘অনাবৃত’ দেশের সিনেমায় মুক্তির অপেক্ষায়। আবার ‘জলকিরণ’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। আগামী মাস থেকে সুবর্ণা মজুমদার প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘সনাতন’। এটি নির্মাণ করবেন জহির রায়হান। এই সিনেমায় সুবর্ণা অভিনয় করবেন কনিকা নামের একটি চরিত্রে। সুবর্ণা মজুমদার বলেন, ‘অভিনয়ে আমি খুব বেশি যে ব্যস্ত এমনটি নয়। আমি শুরু থেকেই কম কম কাজ করে আসছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এখনো সেই চেষ্টাটাই অব্যাহত আছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম বহু বছর। অনাবৃত সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। জলকিরণ-সিনেমার গল্পটাও এক কথায় অসাধারণ আমি খুব আশাবাদী। সেভ দ্য লাইফের গল্পটাও ভালো ছিল। কিন্তু সেটা তো মনে হয় না আর কোনো দিন হবে। তবে এবারই প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা