২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তবুও চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রনি

-

ইসফাতারা কায়সার রনি, ২০২৩ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ’র ফাইনালিস্টে উঠে আসা একজন প্রতিযোগী। এক বছরের বেশি সময় পার হবার পরও এখনো গ্র্যাণ্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় এই ফাইনালিস্টে যারা আছেন তাদের মন ভীষণ খারাপ। কিন্তু তার পরও কেউ কেউ এই মন খারাপের মাঝেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। অপেক্ষায় নেই কেউ কেউ গ্র্যান্ড ফিনালের। কারণ এক বছরেরও বেশি সময় হলো, প্রতিযোগীরা অপেক্ষায় থেকে থেকে এখন অনেকটাই ক্লান্ত আবার কেউ কেউ মনে মনে খুব কষ্টও পাচ্ছেন। কিন্তু এখনো নিশ্চিত নয় ঠিক কবে নাগাদ ২০২৩’-এর সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থেকেও রনি নিজের উদ্যোগেই একের পর এক গান প্রকাশ করার চেষ্টা করছেন। কয়েক মাস আগে রনির কণ্ঠে প্রকাশ পেল ‘দিলে মারলি ঝাটকা’ শিরোনামের একটি মৌলিক গান। গানটি দিয়ে বেশ সাড়া ফেলেছেন রনি। এরই মধ্যে রনির আরো একটি গান ইউটিউবে প্রকাশ পেল। এবার তিনি গাইলেন লালন গীতি। ‘মিলন হবে কত দিনে’ গানটি কাভার করে তিনি ইউটিউবে প্রকাশ করেছেন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান। গানটিতে রনির সহশিল্পী সালমা। এই গানটি প্রকাশের পরও বেশ ভালো সাড়া পাচ্ছেন রনি। রনি বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল মিলন হবে কত দিনে গানটি করার। সালমা আন্টিকে একদিন আমার এই ইচ্ছের কথা বলার পর তিনিও বেশ আগ্রহ প্রকাশ করলেন, বললেন চলো একদিন গানটি করে ফেলি। গানে ভয়েজ দিয়ে দ্রুত যতটুকু ভালোভাবে করা যায় গানটির ভিডিও করে আমরা প্রকাশ করি। গানটি প্রকাশের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। ধন্যবাদ সালমা আন্টিসহ আরো যারা নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন। তবে একটি কথা সত্যি, মনে শান্তি নাই। কারণ এখনো সেরাকণ্ঠ ২০২৩-এর চূড়ান্ত ফলাফল পাইনি আমরা। কী হবো না হবো তা নিয়ে ভাবনা নেই, কিন্তু তার পরও আমরা শেষ মুহূর্তের জন্য সবাই অপেক্ষা করছি। আমি না হয় টুকটাক গান করছি, কিন্তু অনেকেই গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করছেন। তাই আয়োজকদের প্রতি বিশেষভাবে অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের ফলাফলটা ঘোষণা দেবার ব্যবস্থা করুন। আমরা এই আশায় পথ চেয়ে বসে আছি।’


আরো সংবাদ



premium cement