২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশের সবার প্রিয় হয়ে উঠতে চান লিলিন

বাংলাদেশের সবার প্রিয় হয়ে উঠতে চান লিলিন -

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পীদের মধ্যে পরিবারের সর্বাত্মক সহযোগিতায় এবং নিজের প্রাণপণ চেষ্টায় একটু একটু করে নিজেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একজন সত্যিকারের ফোকপ্রেমী শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি লিলিন মুন। নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে তিনি। তার বাবা মো: হানিফ ও মা হাসনারা বেগম। তার তিন বোন পপি, হেপি, শম্প ও এক ভাই নীরবও তাকে একজন সত্যিকারের গায়িকা হয়ে ওঠার নেপথ্যে দারুণ অনুপ্রেরণা দিয়ে থাকেন। একটি সময় নারায়ণগঞ্জের এই মেয়ে নারায়ণগঞ্জে থেকেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের সাথে সম্পৃক্ত থেকে পেশাগতভাবে গান গাওয়ার চেষ্টা করতেন। কিন্তু একটি সময় এসে তার মনে হলো, পুরোদমে পেশাগতভাবে গান গাইতে হলে তাকে রাজধানীতেই নিয়মিত বসবাস করতে হবে। সেই লক্ষ্যে তিনি আজ থেকে প্রায় তিন বছর আগে রাজধানীতে বসবাস করতে শুরু করলেন। শুরু হলো গায়িকা হিসেবে তার পুরোপুরি পেশাদার পথচলা। এই প্রজন্মের গায়িকাদের মধ্যে ফোক গান গেয়ে যারা স্টেজশো মাতিয়ে তোলেন তাদের মধ্যে অন্যতম একজন লিলিন মুন। নারায়ণগঞ্জের শিল্পকলার শিক্ষক মায়া ঘোষের কাছেই তার গানে হাতেখড়ি। তার কাছেই লিলিন তার নিজ বাসায় গান শিখেছেন দীর্ঘদিন। এরপর ভারতের শান্তিনিকেতনের গানের শিক্ষক ড. ঋতুপর্ণার কাছেও নিয়মিত তালিম নেন লিলিন। শান্তিনিকেতন থেকে ড. ঋতুপর্ণা যখনই ঢাকায় আসেন, ঠিকই যোগাযোগ করে লিলিন তার কাছে তালিম নেন। লিরিন নিজেকে একজন পরিপূর্ণ সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিত তালিমে রয়েছেন। তিনি বিশ^াস করেন, গানে অধ্যবসায়ের কিংবা নিয়মিত চর্চার বিকল্প নেই। লিলিনের প্রথম গানের অ্যালবাম ২০১৬ সালে প্রকাশিত হয় সিডি চয়েজের ব্যানারে। অ্যালবামের নাম ছিল ‘সাদা মন’। অ্যালবামে ১০টি গান ছিল। আরিফিন রুমী, কাজী শুভ, অভিজিৎ জিতুসহ আরো বেশ কয়েকজন এই অ্যালবামের গানের সুর সঙ্গীত করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বনসাসে রূপবান’র সূচনা সঙ্গীত ‘আমি রূপবান’ গানটি লিলিনের কণ্ঠের। এছাড়াও এরই মাঝে লিলিন একটি জনপ্রিয় গানের কাভারও করেছিলেন। তবে কাভার সং বেশি করার পক্ষপাতি তিনি নন। নিজের মৌলিক গান দিয়েই লিলিন নিজের সুরেলা মিষ্টি কণ্ঠের পরিচিতি বাড়াতে চান।


আরো সংবাদ



premium cement
খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি

সকল