২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাদের নিয়ে ‘ম্যাজিক মোমেন্ট’

তাদের নিয়ে ‘ম্যাজিক মোমেন্ট’ -

গুণী নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রধান সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন কে এম সোহাগ রানা। আবার রানা নিজেও মাঝে মধ্যে নাটক পরিচালনা করেন। এর আগেও রানা বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন যেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। আবারো কে এম সোহাগ রানা তার নিজের রচনায় নির্মাণ করেছেন ‘ম্যাজিক মোমেন্ট’ শিরোনামের একটি নাটক। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডা: এজাজুল ইসরাম, বড় দা মিঠু (মাহমুদুল ইসলাম মিঠু), মনিরা মিঠু, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, তানজিম অনিক, এ বি রোকনসহ আরো অনেকে। পরিচালক কে এম সোহাগ রানা বলেন, ‘একটা অন্যরকম গল্পের নাটক ম্যাজিক মোমেন্ট। শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইসহ আরো যারা এতে অভিনয় করেছেন বিশেষত যারা সিনিয়র শিল্পী তারা প্রত্যেকেই গুণী শিল্পী। তাদের নিয়ে বলার মতো নির্মাতা হিসেবে আমি এখনো তেমন কেউ নেই। তারা আমার নির্দেশনায় অভিনয় করেছেন এটিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাকি যারা আছেন তৌসিফ ভাই, কেয়া পায়েলসহ সবাই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। ম্যাজিক মোমেন্ট নাটকটি দর্শককে মুগ্ধ করবে- এটিই আমার বিশ^াস। আর আমার গুরু রাজ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন তা হয়তো অন্য আর কেউই দিতেন না। তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। এটি বলতেই হয় যে, তিনি সুযোগ না দিলে আমি এই সৃষ্টির আনন্দে মেতে উঠতে পারতাম না।’ ডা: এজাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিনের অভিনয় জীবনের পথচলায় কাজ করতে করতে অন্তত আমি এতটুকু বুঝতে পারি যে, কোন কাজটি দর্শক দেখবেন, কোন কাজটি দেখবেন না। ম্যাজিক মোমেন্ট এমনই একটি গল্পের নাটক। আমার বিশ^াস, এই নাটকটি দর্শক প্রবল আগ্রহ নিয়ে দেখবেন এবং ভীষণ মুগ্ধ হবেন।


আরো সংবাদ



premium cement
কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫

সকল