তাদের নিয়ে ‘ম্যাজিক মোমেন্ট’
- বিনোদন প্রতিবেদক
- ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
গুণী নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রধান সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন কে এম সোহাগ রানা। আবার রানা নিজেও মাঝে মধ্যে নাটক পরিচালনা করেন। এর আগেও রানা বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন যেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। আবারো কে এম সোহাগ রানা তার নিজের রচনায় নির্মাণ করেছেন ‘ম্যাজিক মোমেন্ট’ শিরোনামের একটি নাটক। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডা: এজাজুল ইসরাম, বড় দা মিঠু (মাহমুদুল ইসলাম মিঠু), মনিরা মিঠু, তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, তানজিম অনিক, এ বি রোকনসহ আরো অনেকে। পরিচালক কে এম সোহাগ রানা বলেন, ‘একটা অন্যরকম গল্পের নাটক ম্যাজিক মোমেন্ট। শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইসহ আরো যারা এতে অভিনয় করেছেন বিশেষত যারা সিনিয়র শিল্পী তারা প্রত্যেকেই গুণী শিল্পী। তাদের নিয়ে বলার মতো নির্মাতা হিসেবে আমি এখনো তেমন কেউ নেই। তারা আমার নির্দেশনায় অভিনয় করেছেন এটিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বাকি যারা আছেন তৌসিফ ভাই, কেয়া পায়েলসহ সবাই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। ম্যাজিক মোমেন্ট নাটকটি দর্শককে মুগ্ধ করবে- এটিই আমার বিশ^াস। আর আমার গুরু রাজ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন তা হয়তো অন্য আর কেউই দিতেন না। তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। এটি বলতেই হয় যে, তিনি সুযোগ না দিলে আমি এই সৃষ্টির আনন্দে মেতে উঠতে পারতাম না।’ ডা: এজাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিনের অভিনয় জীবনের পথচলায় কাজ করতে করতে অন্তত আমি এতটুকু বুঝতে পারি যে, কোন কাজটি দর্শক দেখবেন, কোন কাজটি দেখবেন না। ম্যাজিক মোমেন্ট এমনই একটি গল্পের নাটক। আমার বিশ^াস, এই নাটকটি দর্শক প্রবল আগ্রহ নিয়ে দেখবেন এবং ভীষণ মুগ্ধ হবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা