২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘অন্ধকারের বীজ : অপরাধের রহস্য’

-

অপরাধ থ্রিলার এবং ডার্ক কমেডির মিশেলে নতুন রূপে হাজির হচ্ছেন ফাওয়াদ খান। তার দুই নতুন প্রকল্পে দেখা যাবে চমকপ্রদ কাহিনী, যেখানে রহস্য ও হাসির কৌশল একত্রিত হয়েছে। এই নতুন চরিত্রগুলোতে তিনি দক্ষতা ও স্মার্টনেসের এক অনন্য সমাহার নিয়ে আসছেন, যা দর্শকদের মুগ্ধ করবে। অন্ধকারের গহিনে ঢুকে তিনি তৈরি করেছেন এক ভিন্ন ভুবন, যেখানে প্রতিটি মোড়ের পেছনে লুকানো রয়েছে অবাক করার মতো ঘটনা। ফাওয়াদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটেলে ‘তাসভির ফিল্ম মার্কেট’-এ নতুন দুই প্রকল্পের ঘোষণা দিয়েছেন। ‘তাসভির ফিল্ম মার্কেট’ হলো দক্ষিণ এশিয়ার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার, যা উপমহাদেশের বাইরের অঞ্চলে অবস্থিত। এটি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, বিতরণকারী এবং অন্যান্য শিল্প পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে তারা নতুন দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র প্রদর্শন এবং আবিষ্কার করতে পারে। এটি নেটওয়ার্কিং, বিক্রয় এবং বিতরণ সুযোগগুলোকে সহজতর করে। দুই প্রকল্পের প্রথমটি হলো ‘বিহাইন্ড দ্য সিনস’। এটি একটি ডার্ক কমেডি (অন্ধকার হাস্যরস), যা সংবাদমাধ্যমের কঠোর বাস্তবতার মধ্যে তৈরি হচ্ছে। থ্রিলারের সাথে এখানে প্রাধান্য পাবে নৈতিকতা এবং করপোরেট রাজনীতির বিষয়টিও। এই প্রকল্পের জন্য ফাওয়াদ খান একাধিক শক্তিশালী সৃজনশীল দলের সাথে কাজ করছেন। যার মধ্যে বিলাল সামি, রাজা নামাজি এবং সুরি গোপালান অন্তর্ভুক্ত। প্রকল্পে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হবেন মোহাম্মদ আলী নকভি, যিনি মোডক্সি মিডিয়ার পরিচালক। এই প্রকল্পের পেছনে রয়েছেন খ্যাতিমান সব নির্মাতারা। যেমন মেহরিন জাব্বার, সারমাদ খোসাত এবং নকভি। যারা শক্তিশালী গল্প বলার দক্ষতার সাথে প্রকল্পটি সাজাচ্ছেন। অন্যদিকে, ফাওয়াদ খান ‘দ্য প্রিজনার’ শিরোনামের একটি অপরাধ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন। ওমর শাহিদের বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই নাটকটি নব্বইয়ের দশকে সেট করা। যেখানে দু’টি সাহসী পুলিশ অফিসারের একটি গোপন মিশনের কাহিনী দেখানো হবে, যারা করাচির শক্তিশালী গ্যাংস্টার স্টাইলের রাজনৈতিক দলের বিরুদ্ধে লড?াই করছেন। এই সিরিজটি তৈরি করছেন প্যারিসা সিদ্দিকী এবং আহমের খান। এই প্রকল্পটিও প্রধানত আওয়েদেশিয়াস অরিজিনালসের নেতৃত্বে আসছে। ফাওয়াদ খানের এই নতুন উদ্যোগগুলো তাসভির ফিল্ম মার্কেটে প্রদর্শিত অন্যান্য নানা প্রকল্পের মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।


আরো সংবাদ



premium cement
পশ্চিমবঙ্গের উপনির্বাচনে সব আসনেই জয় তৃণমূলের প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন ভোলা উচিত নয় কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সকল