২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘অন্ধকারের বীজ : অপরাধের রহস্য’

-

অপরাধ থ্রিলার এবং ডার্ক কমেডির মিশেলে নতুন রূপে হাজির হচ্ছেন ফাওয়াদ খান। তার দুই নতুন প্রকল্পে দেখা যাবে চমকপ্রদ কাহিনী, যেখানে রহস্য ও হাসির কৌশল একত্রিত হয়েছে। এই নতুন চরিত্রগুলোতে তিনি দক্ষতা ও স্মার্টনেসের এক অনন্য সমাহার নিয়ে আসছেন, যা দর্শকদের মুগ্ধ করবে। অন্ধকারের গহিনে ঢুকে তিনি তৈরি করেছেন এক ভিন্ন ভুবন, যেখানে প্রতিটি মোড়ের পেছনে লুকানো রয়েছে অবাক করার মতো ঘটনা। ফাওয়াদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটেলে ‘তাসভির ফিল্ম মার্কেট’-এ নতুন দুই প্রকল্পের ঘোষণা দিয়েছেন। ‘তাসভির ফিল্ম মার্কেট’ হলো দক্ষিণ এশিয়ার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার, যা উপমহাদেশের বাইরের অঞ্চলে অবস্থিত। এটি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, বিতরণকারী এবং অন্যান্য শিল্প পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে তারা নতুন দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র প্রদর্শন এবং আবিষ্কার করতে পারে। এটি নেটওয়ার্কিং, বিক্রয় এবং বিতরণ সুযোগগুলোকে সহজতর করে। দুই প্রকল্পের প্রথমটি হলো ‘বিহাইন্ড দ্য সিনস’। এটি একটি ডার্ক কমেডি (অন্ধকার হাস্যরস), যা সংবাদমাধ্যমের কঠোর বাস্তবতার মধ্যে তৈরি হচ্ছে। থ্রিলারের সাথে এখানে প্রাধান্য পাবে নৈতিকতা এবং করপোরেট রাজনীতির বিষয়টিও। এই প্রকল্পের জন্য ফাওয়াদ খান একাধিক শক্তিশালী সৃজনশীল দলের সাথে কাজ করছেন। যার মধ্যে বিলাল সামি, রাজা নামাজি এবং সুরি গোপালান অন্তর্ভুক্ত। প্রকল্পে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হবেন মোহাম্মদ আলী নকভি, যিনি মোডক্সি মিডিয়ার পরিচালক। এই প্রকল্পের পেছনে রয়েছেন খ্যাতিমান সব নির্মাতারা। যেমন মেহরিন জাব্বার, সারমাদ খোসাত এবং নকভি। যারা শক্তিশালী গল্প বলার দক্ষতার সাথে প্রকল্পটি সাজাচ্ছেন। অন্যদিকে, ফাওয়াদ খান ‘দ্য প্রিজনার’ শিরোনামের একটি অপরাধ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন। ওমর শাহিদের বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই নাটকটি নব্বইয়ের দশকে সেট করা। যেখানে দু’টি সাহসী পুলিশ অফিসারের একটি গোপন মিশনের কাহিনী দেখানো হবে, যারা করাচির শক্তিশালী গ্যাংস্টার স্টাইলের রাজনৈতিক দলের বিরুদ্ধে লড?াই করছেন। এই সিরিজটি তৈরি করছেন প্যারিসা সিদ্দিকী এবং আহমের খান। এই প্রকল্পটিও প্রধানত আওয়েদেশিয়াস অরিজিনালসের নেতৃত্বে আসছে। ফাওয়াদ খানের এই নতুন উদ্যোগগুলো তাসভির ফিল্ম মার্কেটে প্রদর্শিত অন্যান্য নানা প্রকল্পের মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন

সকল