অভিনয়ের মায়াজালে চিত্রলেখা গুহ
- বিনোদন প্রতিবেদক
- ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জগতে চিত্রলেখা গুহ একজন খ্যাতিমান অভিনেত্রী হিসেবে পরিচিত। তার অভিনয়ের ক্ষমতা ও দক্ষতা প্রতিনিয়ত দর্শকদের মনে ছাপ ফেলে চলেছে। বিশেষ করে, মায়ের চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। বর্তমানে, চিত্রলেখা গুহ একাধিক নাটকে কাজ করছেন এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা দিন দিন আরো দৃঢ় হচ্ছে। গত বৃহস্পতিবার, তিনি নাট্য পরিচালক মিতুল খানের নির্দেশনায় একটি নতুন নাটকে অভিনয় করেন, যেখানে তিনি নিলয় আলমগীর ও হিমির সাথে অভিনয় করেছেন। নাটকের নাম এখনো চূড়ান্ত না হওয়া হলেও এ নিয়ে চিত্রলেখা গুহর উত্তেজনা স্পষ্ট। চিত্রলেখা গুহ জানিয়েছেন, তার অভিনীত দু’টি ধারাবাহিক নাটক বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। একটির নাম ‘মাশরাফি জুনিয়র’, যা সাজ্জাদ সুমনের পরিচালনায় এবং অন্যটি ‘অদ্ভুত পরিবার’, যা সম্প্রতি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। এই নাটকগুলোতে তার অভিনয়ের গুণমান দর্শকদের মধ্যে প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, ‘আমি যে কাজটি করতে ভালোবাসি, সেটিই আমার পেশা। অভিনয় করতে আমি ভীষণ ভালোবাসি। এ কাজের মাধ্যমে আমি প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং মানুষের ভালোবাসা ও প্রশংসা পাই।’ চিত্রলেখা গুহের বিশ্বাস, যখন পেশা এবং ভালোবাসা একত্রিত হয়, তখন সেই কাজের প্রতি একটি অদ্ভুত শান্তি আসে। অভিনয়ের পাশাপাশি, চিত্রলেখা গুহ চলচ্চিত্রে তার অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের নায়ক’, ‘লালসালু’, ‘লালন’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘কমন জেন্ডার’ এবং ‘৭১ এর মা জননী’। ২০১৪ সালে তিনি ‘৭১-এর মা জননী’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। চিত্রলেখা গুহের অভিনয়ের সূচনা হয়েছিল শেখ নিয়াত আলীর ‘অন্য জীবন’ সিনেমার মাধ্যমে। তিনি চট্টগ্রামের ‘অঙ্গন থিয়েটার’-এ মিলন চৌধুরীর নির্দেশনায় ‘অভ্যন্তরীণ খেলাধুলা’ নাটকে প্রথম অভিনয় করেন, যা তাকে নাট্যজগতে প্রতিষ্ঠা লাভে সহায়তা করেছে। এছাড়া, চিত্রলেখা গুহ সালমান শাহের সাথে ‘স্বপ্নের নায়ক’ সিনেমাতে অভিনয় করে ১৯৯৭ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা