তানিয়া বৃষ্টির নতুন নাটক প্রকাশ
- বিনোদন প্রতিবেদক
- ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যিনি বর্তমান নাটক ও টেলিভিশন শিল্পের অন্যতম আলোচিত নাম। এবার ভক্তদের জন্য নিয়ে এসেছেন তিনটি নতুন নাটক। নাটকগুলো হলো- ‘বারো মাইস্যা রোগী’, ‘চেয়েছিলাম’ এবং ‘ফিদা’। প্রতিটি নাটকই দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী তানিয়া বৃষ্টি।
নাটকগুলো নির্মাণ করেছেন প্রতিষ্ঠিত নির্মাতারা। ‘বারো মাইস্যা রোগী’ নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম রিপন। অন্যদিকে, ‘চেয়েছিলাম’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আপেল আকবর ও স্বপন বিশ্বাস। তৃতীয় নাটক ‘ফিদা’ নির্মাণ করেছেন তানভীর তন্ময়। প্রতিটি নাটকে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ ও নিলয় আলমগীর।
তানিয়া বৃষ্টি জানান, তিনি গল্প ও চরিত্রের প্রতি এখন আগের চেয়ে বেশি মনোযোগী। ‘গল্পটি যদি আমার কাছে ভালো লাগে এবং চরিত্রটি যদি মানানসই হয়, তবেই আমি কাজ করতে আগ্রহী’ বলেন তিনি। তানিয়া আরো বলেন, ‘মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তার সাথে কাজ করা আমার কাছে চ্যালেঞ্জিং ও আনন্দদায়ক।’
নতুন নাটকগুলো সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতোমধ্যে দারুণ সাড়া পাচ্ছে। তানিয়া মনে করেন, নাটকের গল্প এবং চরিত্রগুলো দর্শকদের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং এ জন্য তিনি নির্মাতাদের সাথে আলোচনা করে কাজ করেন।
তানিয়া বৃষ্টি বলেন, ‘আমরা একেক সময় একে অপরের সাথে কাজ করি এবং আমাদের সম্পর্কটা আত্মার।’ তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকদের জন্য আরো ভালো গল্প উপহার দিতে পারবেন।
এই তিনটি নাটক নিয়ে তানিয়া বৃষ্টির উচ্ছ্বাস ও কাজের প্রতি তার নিবেদন নাটকপ্রেমীদের জন্য একটি নতুন আকর্ষণ। দর্শকরা এবার অপেক্ষা করছে তানিয়ার অসাধারণ অভিনয়ের নতুন অভিজ্ঞতা উপভোগ করার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা