২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলম আরা মিনুর সঙ্গে গাইলেন নোলক

আলম আরা মিনুর সঙ্গে গাইলেন নোলক -

কিছু দিন আগেই শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নোলক বাবুর কণ্ঠে প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ প্রকাশিত হলো। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান। গীতিকার, সুরকার আনিসুল ইসলামের ভাষ্যমতে, নোলকের কণ্ঠে এই প্রার্থনামূলক গানটি এক কথায় অনবদ্য হয়ে উঠেছে। গানটি শুনলে শ্রোতাদের ভীষণ ভালো লাগবে। কারণ এই ধরনের গান নোলক খুব কমই গেয়েছেন। নোলক বাবুর আরো একটি সুখবর হলো তিনি বাংলাদেশের গানের গর্ব শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আলম আরা মিনুর সঙ্গে গান গেয়েছেন এবার। তরুণ সিং-এর কথায় ও নোলক বাবুরই সুরে একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন আলম আরা মিনু ও নোলক বাবু। এস ডি সাগরের সঙ্গীতায়োজনে গত সোমবার রাতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নোলক তো এমনিতেই খুব ভালো গায়। আর যেহেতু তার নিজের সুর করা গান, তাই এই গানের প্রতি তার আলাদা একটা দরদও ছিল। যে কারণে গানটি আরো বেশি ভালো হয়েছে। আর আমিও চেষ্টা করেছি মন দিয়ে গানটি গাইতে। সব মিলিয়ে গানটি সত্যিই এতো ভালো হয়েছে যে গানটি সঙ্গীতপ্রেমী শ্রোতাদের মন জয় করবে বলেই আমার বিশ^াস।’ নোলক বাবু বলেন,‘ শ্রদ্ধেয় মিনু আপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারা সত্যিই আমার জন্য ভীষণ সৌভাগ্যের। সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগলো মিনু আপার সঙ্গে গানটি গাইতে পেরে। আমারও বিশ^াস গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ গানের কথা ও সুরের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা আছে, যা সব গানে সহজে পাওয়া যায় না।’ ১৯৯০ সালে বিটিভির একটি নাটকের জন্য আলম আরা মিনু ‘যে বাতাসে ফোটে ফুল’ গানটি গাওয়ার পর গায়িকা হিসেবে তিনি দারুণ সাড়া পেতে শুরু করেন। ‘বেদনার বালুচরে’ অ্যালবামের ‘রাজ প্রাসাদের সুখ চাই না আমি’ গানটি মিনুর প্রিয় গানের মধ্যে একটি। এই গানটি গাইবার কথা ছিল প্রয়াত শিল্পী জুয়েলের। কিন্তু প্রণব ঘোষের আগ্রহে গানটিতে মিনুই শেষ পর্যন্ত কণ্ঠ দিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম

সকল