২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কমেডিতে ব্যর্থতার দায় স্বীকার করলেন শাহরুখ

-

বলিউড সিনেমার সর্বোচ্চ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসে (আইফা) সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর এ বছর সুইজারল্যান্ডের ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভঅল ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন বলিউড কিং শাহরুখ খান। ভারতীয় সিনেমায় অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। এ উৎসবে ‘লোকার্নো মিট পডকাস্ট’ অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেখানেই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সিনেমা নিয়ে কথা বলেন তিনি।
অনুষ্ঠানের এক পর্যায়ে শাহরুখ বলেন, ‘আমার মধ্যে একটা সহজাত রসবোধ আছে। আমি মানুষকে হাসাতে পারি। কিন্তু আজকাল মনে হয়, এটি অনুপযুক্ত সময়। তাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, আমার টিম আমাকে সব সময় বলে, মানুষ নাকি আমার রসবোধ বোঝে না। মানুষ নাকি এখন খুব সংবেদনশীল হয়ে উঠছে। আপনি কিছু বললে মানুষ তার ভুল দিকটা অর্থ করে বিরক্তবোধ করবে।’
শাহরুখ আরো বলেন, ‘বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করতে চায় আমি।’
রোমান্সের মধ্য দিয়েই বলিউডে কিং হয়েছেন শাহরুখ। তবে এর পাশাপাশি অভিনেতা অ্যাকশন ঘরানায় নিজেকে প্রমাণ করেছেন ‘পাঠান ও জওয়ান’-এর মতো ছবি দিয়ে।
হরর ও কমেডি সিনেমায় কাজ করার ইচ্ছা প্রকাশ করে শাহরুখ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি মনে করি কমেডি খুব কঠিন। এটি এমন একটা ব্যাপার, যেখানে বেশির ভাগ অভিনেতা ব্যর্থ হয়েছেন। আমিও ব্যর্থ হয়েছি।’


আরো সংবাদ



premium cement