২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাথুলিবাসীর জন্য মৌসুমীর অন্যরকম উচ্ছ্বাস

-

বাংলাদেশের সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী বেশ কিছু দিন ধরেই সুদূর আমেরিকাতে আছেন। সেখান থেকেই তিনি মানিকগঞ্জের ধামরাইয়ের বাথুলিবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কয়েক দিন আগেই বাথুলিতে চিত্রনায়ক ওমর সানীর হাত ধরেই ‘চাপওয়ালা শ^শুরবাড়ি বাংলা হোটেল হাইওয়ে রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতেই বাথুলি বাসীর কাছ থেকে ভীষণ সাড়া
মেলে। যে কারণে বাথুলিবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে মৌসুমী ‘ওমর সানী ভøগস’-এ একটি ভিডিও পোস্ট করেন। মৌসুমী বলেন, ‘প্রিয় বাথুলিবাসী, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স দেখে আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই বিশেষত চাপওয়ালাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন। বিশেষত আমার খুব ভালো লেগেছে এবং আমাদের উৎসাহ অনেকগুণ বেড়ে গেছে। আমাদের প্রত্যাশা, আপনারা সময় পেলে অবশ্যই চাপওয়ালাতে আসবেন। আর আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, সেজন্য আপনাদের কাছে পরামর্শও চাই। সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। ভালো-মন্দ সবই আমাদের বলবেন, কোনটি ভালো লাগছে, কোনটি লাগছে না। তাতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে, সুন্দর ও সচল থাকবে। সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই দেশে এলে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।’ মৌসুমী আমেরিকাতেও বিভিন্ন শোতে অংশগ্রহণ করছেন। সেখানেও বিভিন্ন সংগঠন কর্তৃক তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননাতেও ভূষিত হচ্ছেন। মৌসুমী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে জাহিদ হোসেনের ‘সোনার চর’। এতে তার বিপরীতে ছিলেন ওমর সানী।


আরো সংবাদ



premium cement
ববিতে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ এর যাত্রা শুরু মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন কপ-২৯ সম্মেলনে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও এলডিসি’র ‘ওয়াকআউট’ আলোচনায় 'না' ভোট এবং 'ভোট রিকল' হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি

সকল