২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিশুদের জন্য মিমের আশীর্বাদ

-

বেশ কয়েক বছর ধরেই ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। ইউনিসেফের হয়ে নানান ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন গুণী এই অভিনেত্রী। এবার শিশুদের সুস্বাস্থ্য কামনায় ইউনিসেফের হয়ে কিছু কথা বলেছেন বিদ্যা সিনহা মিম। ‘ইউনিসেফ বাংলাদেশ’-পেজ এ শিশুদের সুস্থতা প্রসঙ্গে তা বিস্তারিত বলা আছে। মিম বলেন, ‘যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কী? একটিই সঠিক উত্তর আসবে, আর তা হলো শারীরিক সুস্থতা। আমার খুব মনে পড়ে, ছোটবেলায় বাবার চাকরির সুবাদে দেশের নানা অঞ্চলে বাবার পোস্টিং হয়েছে। সেই সাথে আমাদেরকেও বাবার সঙ্গী হতে হয়েছে। কিন্তু তারপরও বাবা-মা যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন, সেটি হলো আমার সুস্থ থাকা। আর সেটি সম্ভব হয়েছে সময়মতো সবগুলো টিকা নেয়ার কারণে। টিকা নেয়া প্রত্যেকেরই একটি স্বাস্থ্য সুরক্ষার ঢাল হিসেবে কাজ করে। যাতে সংক্রামক রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। টিকা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা পালন করে। তবে এটিও সত্যি যে, এখনো প্রায় ১৬ শতাংশ শিশু সময়মতো টিকা পায় না। বিশেষ করে দেশের চর, হাওড় ও পাহাড়িয়া দুর্গম এলাকা মানুষসহ বস্তি এলাকার, ভাসমান এলাকার শিশুদের টিকা নেয়ার হার কম। দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি শিশুর কাছে যেন সময়মতো সব টিকা পৌঁছায় এ জন্য কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। যাতে পরবর্তী প্রজন্ম সুস্থ থাকতে পারে। কারণ সব শিশুর সুস্বাস্থ্যটাই প্রত্যাশা।’ ১৬ শতাংশ শিশুও যেন টিকা সময়মতো পায় এ জন্য ইউনিসেফের ফান্ড রাইজিংয়ের জন্যও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মিম। ইউনিসেফ সংস্থাটি বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত এবং দৃশ্যমান সামাজিক কল্যাণ সংস্থাগুলোর মধ্যে একটি, ১৯২টি দেশ এবং অঞ্চলে কাজ করে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে : উপদেষ্টা নাহিদ ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার গ্রেফতার ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন

সকল