১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩০, ১৩ রবিউস সানি ১৪৪৬
`

বাবা বেঁচে থাকলে পূজা আরো আনন্দময় হয়ে উঠত: স্বর্ণলতা

বাবা বেঁচে থাকলে পূজা আরো আনন্দময় হয়ে উঠত: স্বর্ণলতা -

২০২১-এর পূজাটাই দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ তার বাবার সাথে উদযাপন করার সুযোগ পেয়েছিলেন। ২০২২ সালের ২৮ জুন তার বাবা পরলোক গমন করেন। ২০২২ ও ২০২৩ স্বর্ণ তার বাবাকে ছাড়াই দুর্গাপূজা উদযাপন করলেন। যথারীতি এবারো তাই। আর কোনো দিন বাবার সাথে স্বর্ণলতার পূজা উদযাপনের সুযোগ হবে না, এমন বিষয় যখন খুব নীরবে নিভৃতে ভাবেন স্বর্ণ তখন ভীষণ মন খারাপ হয় তার। এরই মধ্যে ২০২৪-এর দুর্গাপূজাও শেষ হলো। যথারীতি এবারো ঢাকাতেই পূজা উদযাপন করেছেন স্বর্ণলতা তার পরিবার। মা, বোন সুমী, স্বামী সুব্রত, ভাইসহ পরিবারের সবার সাথেই এবারের দুর্গাপূজা উদযাপন করেছেন তিনি। কিন্তু কোথায় যেন একটি শূন্যতা কাজ করেছে স্বর্ণর মধ্যে পূজা উদযাপনের ফাঁকে ফাঁকে। মাঝে মধ্যে নিজের অজান্তে এখানে ওখানে বাবাকে খুঁজে বেরিয়েছেন। কখনো কখনো এমনো মনে হয়েছে, হয়তো এই বুঝি তার বাবা চলে আসবেন। কিন্তু যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান তারা তো আর ফিরে আসেন না। এই পরম সত্যিটিই মেনে নিতে কষ্ট হয় স্বর্ণার। তারপরও নিজের আবেগকে সংযত করে বেঁচে থাকার চেষ্টা তার। ২০২২ সালে পূজার সময়টিতে স্বর্ণলতা ছিলেন ভারতে। ২০২৩ সালে পূজা ঢাকাতে উদযাপন করেছেন। তবে এবার ইচ্ছে ছিল কক্সবাজারে পুরোটা সময় থাকতে। কিন্তু হয়ে উঠল না। তবে এবারের পূজাটাও বেশ উপভোগ্য ছিল বলে জানান স্বর্ণ। স্বর্ণলতা বলেন, পরিবারের সবাই মিলেই এবারের দুর্গাপূজা উদযাপন করেছি।


আরো সংবাদ



premium cement