২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরপর প্রকাশিত দুই নাটকে অনবদ্য নওবা

-

এই প্রজন্মের সর্বকনিষ্ঠ অভিনেত্রীদের মধ্যে একজন নওবা। পড়ছেন উচ্চমাধ্যমিকে। পড়াশোনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি বেশ আগ্রহ নিয়ে। এরই মধ্যে ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে নওবা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। বিশেষ করে তরুণ নাট্যপ্রেমী দর্শকরা নওবার অভিনয় বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে তার অভিনীত দু’টি নাটক প্রকাশিত হয়েছে। প্রথম নাটকটি ছিল পথিক সাধন রচিত ও পরিচালিত ‘আমার ঠিকানা তুমি’ ও অন্যটি সেজান নূর রচিত ও মোহন আহমেদ পরিচালিত ‘ভালোবেসে রেখো’। প্রথম নাটকটি প্রকাশ পায় গত ১৫ সেপ্টেম্বর। পরের নাটকটি প্রকাশ পায় ৪ অক্টোবর। দু’টি নাটকই অল্প সময়ের ব্যবধানে ১০ লক্ষাধিক (প্রতিটি নাটক) ভিউয়ার্স উপভোগ করেছেন। দু’টি নাটকেই নওবার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। দু’টি নাটকেই অনবদ্য অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন এবং প্রশংসিত হচ্ছেন নওবা। নওবা বলেন, দু’টি নাটকই প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। দু’টি নাটকেরই গল্প এবং চরিত্র আমার কাছে বেশ ভালো লেগেছিল বিধায় মন দিয়ে কাজ করেছি। যার ফলে নাটক দু’টি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি।

দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবসময় যে তারা আমার অভিনীত নাটক উপভোগ করেন এবং তাদের অনুভূতিও প্রকাশ করেন। নির্মাতা পথিক সাধন ভাইয়া ও মোহন আহমেদ ভাইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ দু’জনই তাদের নাটকে চরিত্রানুযায়ী অভিনয় করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ধন্যবাদ আমার সহশিল্পী পার্থ শেখ ভাইয়ার কাছেও। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।’ এরই মধ্যে নওবা নিমন মোরশেদের পরিচালনায় বিকাশের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিটিভিতে ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’র উপস্থাপনা করতেন নওবা তাহিয়া। বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন। নওবা অভিনীত অন্যান্য আলোচিত নাটকের মধ্যে রয়েছে রুবেল আনুশের ‘সালিশ’, ‘মেঘফুল’, ‘প্রথম প্রেমের বানান ভুল’ (শর্টফিল্ম)সহ অন্যান্য পরিচালকদের ‘বুঁনোহাস’, ‘বিসর্জন’, ‘বড্ড মায়া লাগে’ , ‘সহযাত্রী’, ‘জেদ’।

 


আরো সংবাদ



premium cement