২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দু’টি বিষয় স্পষ্ট করলেন শাকিব খান

দু’টি বিষয় স্পষ্ট করলেন শাকিব খান -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং জনগণের মধ্যে ব্যাপক আশা-আকাক্সক্ষার জন্ম নিয়েছে। এ ঘটনাকে তাত্ত্বিকরা বিভিন্নভাবে চিত্রায়িত করেছেন এবং ভিন্ন ভিন্ন আশা-আকাক্সক্ষা ব্যক্ত করেছেন। তবে এই আন্দোলনে ঢালিউডের তারকাদের ভূমিকা বিশেষ করে শাকিব খানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই বলেছেন শাকিব খান এই আন্দোলনের সময় নীরব ভূমিকায় ছিলেন। এ ছাড়া এই তারকার ব্যক্তিগত জীবন নিয়েও ইদানীং নতুন করে বেশ আলোচনা হচ্ছে। শিগগিরই তিনি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এমনও গুঞ্জন উঠেছে।
এই দু’টি বিষয় নিয়ে সম্প্রতি তিনি ভারতীয় একটি পত্রিকার সাথে বেশ খোলামেলাভাবে কথা বলেছেন।
শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে, ‘বড় তারকা হওয়ার বিড়ম্বনা কী’, অকপট এর জবাব দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু সবচেয়ে বেশি যেটা দেখি ভিত্তিহীন খবর। উদ্ভট সব জিনিস লেখা হয়। যার কোনো সত্যতা নেই, যা কখনো ঘটেনি সেগুলো অনেকে রঙ মিশিয়ে লিখে দেয়। এখন ভিউ নিয়ে শুধু প্রতিযোগিতা। সে কারণে এসব হয়ে থাকে। এগুলো মাঝে মধ্যে বিরক্তিকর লাগে। এ ছাড়া বিভিন্ন সময় মানুষ কাছে আসার জন্য ঝাঁপিয়ে পড়েন, ঘিরে ধরেন। অস্বস্তি হয় কখনো কখনো। তবে জানি, এটি আসলে ভালোবাসার কারণে হয়। এই ভালোবাসার কারণেই তো আমি।’
একই সাক্ষাৎকারে শাকিব কথা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিদেশে অবস্থান নিয়েও। বিষয়টির ব্যাখ্যাও দেন তিনি। শাকিব খানের ভাষ্য এমন- ‘আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাটা দেখলেই বোঝা যাবে বাংলাদেশে গণ্ডগোলের আগেই দুবাই সরকার থেকে আমাকে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সি দেয়ার আমন্ত্রণ জানায়। আগে থেকে পরিকল্পনা ছিল দুবাইয়ের কাজ সেরে ছুটি কাটানোর জন্য দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকব। ওখানে আমার একটি বাসস্থানও রয়েছে। দুবাই গিয়ে প্রথম জানতে পারি দেশের এমন অবস্থা। তৎক্ষণাৎ আমি আমার সামাজিক মাধ্যমে দেশ ও মানুষের পক্ষে থাকার কথা জানিয়েছিলাম। পরিস্থিতি খারাপ হওয়ায় একাধিকবার মানুষের পক্ষে সমর্থন দিয়ে পোস্ট দিয়েছি। আগেও বলেছি, আমি অরাজনৈতিক মানুষ। সব সময় দেশ ও মানুষের পক্ষে এবং তাদের জন্য আমি সব সময় কাজ করে যাচ্ছি।’
জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাব পড়েছে চলচ্চিত্রশিল্পেও। এখন ধীরে ধীরে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে শাকিব বলেন- ‘এমন একটি ঘটনার পর সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেলো, তখনই ওখানকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটি। সব জায়গায় কমবেশি ওলটপালট থাকে। দেশের সঙ্কটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে, এটিই স্বাভাবিক। সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে। আবার তারাই গড়ে! নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সব কিছু আবার যেভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছে। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।’
ওই আলোচনার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে আপনাকে? আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’। এই যাত্রায় অনেকের সাধে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটি আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রƒক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। তিনি এ-ও জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিবের ভাষ্যে- ‘আমার দুই সন্তান, মা-বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ-বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটি বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান। শিগগিরই মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। এই ছবিতে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। তার সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে শাকিব বলেন, সোনাল ভীষণ সহযোগিতা করেছেন।
চেষ্টা করেছেন ভেঙেচুরে নতুনভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় তার যে মনোযোগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব খুশি কাজ করে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ ছবিটি দেখানো হবে, দর্শকের তার কাজ ভালো লাগবে। চলতি বছর রায়হান রাফী পরিচালিত শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’ ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হয়েছে, আগামী বছরই নাকি ছবিটির সিকুয়েল আসবে। তবে শাকিব জানান, ২০২৫ সালে ‘তুফান-২’ আসবে না। তবে একই প্রযোজনা সংস্থার সাথে আরেকটি সিনেমা করছেন তিনি, সেটি আসতে পারে।


আরো সংবাদ



premium cement