২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লাবণ্য-ইউসুফের কণ্ঠে আসছে অভির প্রথম গান

লাবণ্য-ইউসুফের কণ্ঠে আসছে অভির প্রথম গান -

বেশ কয়েকটি টিভি শোতে একসাথে গান গেয়ে শ্রোতা দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সঙ্গীতশিল্পী লাবণ্য-ইউসুফ। এই দুজনের কণ্ঠে প্রথম কোনো মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘চাইনা হৃদয় ভেঙে যাক’। আজ ইউসুফ আহমেদ খানের জন্মদিন। জন্মদিন উপলক্ষেই আজ বিকেলে ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক, গীতিকার, সুরকার অভি মঈনুদ্দীন। ইউসুফ-লাবণ্য জানান, গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পাবে ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলসহ বিশে^র যতগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই গানটি প্রকাশ পাবে। চলতি মাসের শেষ প্রান্তেই দু’জন শিল্পীর একজনের কণ্ঠে গানটির একক ভার্সন প্রকাশ পাবে। গানটির সঙ্গীত পরিচালনায় আছেন ইউসুফ ও সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। গানটি প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘এই গানটি অভি ভাইয়ের জীবনে লেখা ও সুর করা প্রথম গান। যতদূর মনে পড়ে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এই গানটির সৃষ্টি। যেদিন তিনি গানটি লিখেন ও সুর করেন সে দিনই তার সাথে আমার রাজধানীর কাকরাইলে সাউন্ড হ্যাকারের অফিসে দেখা হয়েছিল। তখন থেকেই এই গানটি নিয়ে অভি ভাইয়ের একটি অন্যরকম ভালোলাগা কাজ করছিল। নানান কারণে গানটি গত চার বছরে প্রকাশ করার সুযোগ হয়ে উঠেনি। একসময় অভি ভাই-ই সিদ্ধান্ত নিলেন এই গানটি দ্বৈত গান হবে এবং আমার ও লাবণ্যের কণ্ঠে। অবশেষে গানটি আজ প্রকাশ পেতে যাচ্ছে। এই গানের প্রতি আমার যে কতটা ভালোলাগা আছে তা ভাষায় প্রকাশের নয়। কী যে মিষ্টি একটি কণ্ঠ লাবণ্যের, আহা তার কণ্ঠে এই গান প্রাণ জুড়িয়ে যায়।’ লাবণ্য বলেন, ‘আমার সত্যিই পরম সৌভাগ্য যে, এই গানটি আমি গাইওয়ার সুযোগ পেয়েছি। অভি ভাই, ইউসুফ ভাই আমার উপর আস্থা রেখেছেন বিধায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।


আরো সংবাদ



premium cement